আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মহিলা ধরেন তার শ্বশুরের সাথে যাচ্ছে। তখন খারাপ চিন্তা আসতেছে তখন না না করলে মনে মনে তবু আসলে তবু না না করতেছিল।বাস্তবে চায় না তাই না না করতেছিল । এমনিতে এমন চিন্তা আসলে এটা কি কামভাব হয়? এরপর বুকে কম্পন হয় নি মনে হয়।মনে হচ্ছে ওর কম্পন হয় নি।সে বুঝতে পারতেছে না
আরেকটা প্রশ্ন এসব পাত্তা না,দেওয়ার জন্য না না করার পর ও যদি কম্পন হত তাহলে কি হুরমতে মুসাহারাত হত?এমনিতে চিন্তার দ্বারা কোন কামভাব না থাকলেও?