আসসালামু আলাইকুম ।
১/ ফেসবুকে একটা বক্তার ভিডিও দেখতে জানতে পারছি
চোখে হাত রেখে ইয়া নুর ২১ বার পড়লে আল্লাহ চোখের সমস্যা দূর করে দেন
মাথায় হাত রেখে ইয়া আলিমু ১১ বার মাথা ও
পেটে হাত রেখে ইয়া বাতিনু ২১ বার পড়লে পেটের সমস্যা দূর করে দেন।
দয়া করে জানাবেন কি এটা সহীহ কিনা??
আমল করা যাবে কিনা
২/ ফেসবুকে সত্য মিথ্যা নানান কিছু ঘুরে বেড়ায়। অনেকে লাইক ভিউ কামানোর জন্য আল্লাহ ও রাসুল সাঃ জামা জুতো বা ইসলাম সম্পর্কিত সত্য মিথ্যা পোস্ট করে। এখন ChatGPT আসায় অনেকে ChatGPT থেকে জিজ্ঞেস করে পোস্ট করে। আমরা সাধারণ মানুষেরা ঐসব সত্য মিথ্যা পার্থক্য করেতে জানি না।
এসব ক্ষেত্রে মনে সন্দেহ আসলে কি ঈমান চলে যাবে??
এসব ক্ষেত্রে আমাদের করনীয় কি??