আমার সিজার হয়েছে ২ মাস ২০ দিন। সিজারের পর ব্লিডিং এখনো বন্ধ হয়নি। ৪০ দিন পূর্ণ হওয়ার পর থেকে ব্লিডিং থাকা সত্ত্বেও নামাজ রোজা করছি। ব্লিডিং ২ দিন যাবত বেশি হওয়ায় আজকে ডক্টর দেখিয়েছি। ডক্টর আমার পিভি এক্সামিন করে এবং ব্লাড দেখে বলেছে এই মুহূর্তে সম্ভবত আমার পিরিয়ড হচ্ছে, এটা পিরিয়ড এর ব্লাড।পিরিয়ড হিসেবে আমাকে মেডিসিন দিয়েছে এবং ১ সপ্তাহ পর যেতে বলেছে। আমার নিজেরও বিগত ২ দিনের ব্লাড এর ধরণ দেখে মনে হচ্ছে পিরিয়ড কারণ আগের ব্লিডিং এমন ছিলো না। কিন্তু আমি বা ডক্টর কেউই ১০০% সিওর না। এখন আমি এই ৭ দিন কি নামাজ চালু রাখবো নাকি পিরিয়ড হয়েছে ভেবে ৭ দিন নামাজ বন্ধ রেখে তারপর ডক্টর দেখিয়ে নামাজ শুরু করবো?
২.আমার সিহরের সমস্যা আছে।কিছুদিন যাবত একটা সমস্যা অনুভব করছি কেউ কোন বিষয়ে কথা বললে সেটা যদি আমার কানে আসে ঐটা নিয়ে নেগেটিভ চিন্তা করা।ইসলাম ধর্মে তো কু-ধারণা করা কবিরা গুনাহ।এখন আমার এই সমস্যাটা সিহর এর জন্য হচ্ছে নাকি এমনি হচ্ছে তা জানিনা।কিন্তু আমার মন যখন নেগেটিভ ভাবনা ভাবে তখন আমার কষ্ট হয় কারণ আমি এমন করতে চাইনা আল্লাহর জন্য।এখন আমার প্রশ্ন হচ্ছে নেগেটিভ ভাবনা ভাবার জন্য কি আমার গুনাহ হবে?