১। আমার স্ত্রীর যদি নেসাব পুর্ণ হয়, তাহলে আমার জানামতে তার উপর যাকাত দেওয়া ফরজ। কিন্তু তার তো কোন আয় নেই, সে কি করে যাকাত দিবে? আল্লাহ যদি আমাকে অর্থাৎ স্বামীকে অর্থিক স্বচ্ছলতা দিয়ে থাকেন, তাহলে স্বামীই না হয় আদায় করল। কিন্তু, প্রশ্ন হল, আমার বুঝ ও জ্ঞান অনুযায়ী, যাকাত তো ব্যাক্তিগত ইবাদত। যার যাকাত সে দিবে। আমি যদি স্ত্রীর যাকাত দেই, আবার আমার নিজেরও যাকাত দেই, কেমন হয়ে গেল না, আমার উপর একটু প্রেশার হল না? আবার, তার যাকাত আমি দিলে তো তার সম্পদে থাকা অপরের (যারা যাকাত নিতে পারেন) হক ছেড়ে দেওয়ার যে শিক্ষা / মানসিকতা / অকৃপণতা, সে কি দূর হল?
আবার এ ও চিন্তায় আসে, আমার নবজাতক কন্যা, যে ইতিমধ্যে নিসাবের মালিক, সে কি করবে?
আমি আসলে সুন্নাহ টা কি জানতে চাই, শরীয়াহ কি বলে?
২। আমার শ্বশুড় মারা যাবার পরে, আমার শ্বশুড়বাড়িতে আয় করার মতন কেউ নেই। আমার শ্যালক এখনও ছোট, আয় করেন না। আমি এবং আমার স্ত্রী দুজনই আলহামদুলিল্লাহ নিসাব পরিমাণ সম্পদের মালিক। আমি আমার যাকাতের টাকা শাশুড়িকে দিতে পারব কিনা, এবং স্ত্রীর যাকাতের টাকা তো শাশুড়ি পাবেন কি না?