আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
বিয়ের ২মাসেই শ্বাশুড়ি ও তাদের প্রতিবেশী আমাকে যৌতুকের জন্য বেশ পীড়া দিচ্ছিলো, অথচ আমাদের সুন্নাহভিত্তিক অল্প মোহরানায় যৌতুক ছাড়া বিয়ে হয়েছিলো ।
তো আব্বু আম্মু অনেক বেশি সামর্থ্যবান আলহামদুলিল্লাহ, তাও আমাকে কয়েকবার দুষ্টুমি করে বলেছিলেন যে *কোনো প্রকার যৌতুক দিবেনা আমাকে, এমনিই খালি হাতে যেন শ্বশুরবাড়ি ফিরে যাই*
তো আদরের একমাত্র মেয়ে ছিলাম হঠাৎ এমনকিছু শুনে অনেক কান্না করেছিলাম আর জোরে জোরে *আল্লাহর কসম আমি কিছুই নিয়ে যাবনা* এমন কসম করেছিলাম। সিউর মনে নেই কসমের কথাটা কেমন ছিলো তবে মূলভাব হচ্ছে আব্বুর থেকে কিছুই নিবনা । টানা অনেকবার করেছিলাম।
(আল্লাহর নাম ধরে কসম করাটা উনারা জানেন ভঙ্গ করলে মাসআলা কেমন হবে, তাই ভয় দেখানোর জন্য করেছিলাম)
◾তো অনেক টাকার জিনিসপত্র কেনা হলো, না নিয়ে উপায় ছিলোনা কোনোভাবে । উস্তায কসম ভঙ্গের কাফফারা ৩টা রোজা রাখবো?