শরীয়তের বিধান মতে মসজিদে বিবাহ পড়ানো মুস্তাহাব।
লোকদেরকে এ ব্যাপারে তারগিব দেওয়া উচিত।
তাহলে অনেক প্রথা ও নাজায়েজ কাজের বিলুপ্তি ঘটবে,ইনশাআল্লাহ ।
তবে এই ব্যাপারে এতো কঠোরতা করা যাবেনা,যে সাধারণ লোকেরা বুঝে যে মসজিদ ছাড়া বিবাহই হয়না।
এমন কঠোরতা করা যাবেনা।
(কিতাবুন নাওয়াজেল ৮/৫১,ফাতাওয়ায়ে দারুল উলুম ৭/১৬৬)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الأَنْصَارِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ فِي هَذَا الْبَابِ .
আহমদ ইবনু মানী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে। আর এ উপলক্ষ্যে দফ বাজাবে।
ইবনু মাজাহ ১৮৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৮৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই বিষয়ে এই হাদীসটি হাসান গারীব।
এ হাদীসে আলোকে উলামায়ে কেরামগন বলেছেন যে মসজিদে বিবাহ পড়ানো মুস্তাহাব,সুন্নাত বলেছেন।
,
ফাতাওয়ায়ে শামীতে আছেঃ
ویندب إعلانہ وتقدیم خطبۃ وکونہ في مسجد۔ (الدر المختار مع الشامي ۳؍۸ کراچي، شامي ۴؍۶۶ زکریا)
সারমর্মঃ
বিবাহের ই'লান করা,খুতবা আগে দেওয়া,মসজিদে বিবাহ পড়ানো মুস্তাহাব।