আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি আজকে ফজরের আগে স্বপ্ন দেখি, আমার ভাগ্নির নরমালের মাধ্যমে বাসায় একটি ছেলে সন্তানের জন্ম দেয় এরপরেই আমার স্বামীর সাথে আমি বাহিরে বের হয়েছি। কোনো এক রেস্টুরেন্টে গিয়ে টেবিলে বসেছি। আমার মাথা খুব চুলকাচ্ছিল, আমি তখন হাত দিয়ে উকুন পেলাম সেগুলো সবুজ রঙের ছিল। আমি হাত দিয়ে সেগুলো বের করে করে মারছিলাম।
এমন অদ্ভুত স্বপ্ন দেখে আমার অস্বস্থি লাগছে। অনুগ্রহ করে আমাকে ভালো ব্যাখ্যা প্রদান করে উপকৃত করবেন।