আসসালামু আলাইকুম
হুজুর আমার বয়স ৩২ বছর আমি এবং আমার হাজব্যান্ড এ মাসের 14 তারিখ ১৫ দিনের জন্য ওমরা যাওয়ার জন্য সবকিছু ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ।
১).কিন্তু আজকে আমার পিরিয়ড শুরু হয়েছে সাধারণত আমার পিরিয়ড ৭ দিনের আগে ভালো হয় না এখন আমার টেনশন হচ্ছে। আমি কিভাবে ১৪ তারিখ সম্পূর্ণ পবিত্র হয়ে ওমরার উদ্দেশ্যে রওনা দিব। কি করবো আমি। কিছুই বুঝতে পারছি না। আমাকে কোন সমাধান দিন প্লিজ।
২).হুজুর আরেকটা সমস্যা। আমার খুব বেশি ওযু নষ্ট হয়ে যায়। তাওয়াফ করতে তো অজু থাকতে হয়। এখন তাওয়াফ করার মাঝখানে যদি আমার ওযু নষ্ট হয়ে যায় ওখানে তো অজু করা অনেক ডিফিকাল্ট। আমি কি তায়াম্মুমের মাটি দিয়ে ওজু করতে পারব?