আগের মাসের হায়েজ শেষ হয়ে ১৫ দিন পবিত্র থাকার পর,নভেম্বরের ২৭ ও ২৮ তারিখে একবিন্দু পরিমান হলুদ স্রাব দেখা গিয়েছিল একবার করে। তখন নামায বন্ধ রেখেছিলাম ।৩য় দিন থেকে সাদা স্রাব দেখা যায়।তাই ইস্তিহাযা ভেবে নামায পরেছি। পরের কদিন সাদা স্রাবই ছিল। কিন্তু ৬ তারিখে রক্ত এসেছে। অর্থাৎ ২৭ তারিখ হলুদ স্রাব দেখার সময় হতে হিসাব করলে ৬ তারিখ ৯ম দিন হয়।মানে ১০ দিনের ভিতর ই রক্ত এসেছে। ১৩ তারিখ পর্যন্ত চলছে।
১) প্রশ্নঃ তাহলে ২৭ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত হায়েয ধরতে হবে না? নাকি অন্য কিছু?
হায়েজের ১০ দিন পার হউয়ার পর রক্ত আসলে তো সেটা ইস্তিহাযা ধরতে হয়। আমি শরীর ধুয়ে অজু করে নামায পরতে বস্লাম। ছোটো সুরা দিয়ে নামায পরে খেয়াল করলাম রক্ত এসেছে।কিন্তু নামাজের মধ্যে বুঝি নাই কখন এসেছে।পুর ওয়াক্তই একটু পর পর চেক করে দেখলাম রক্ত আছে।
২)ওই ওয়াক্তের নামায আমাকে তো আবার পরতে হবে না ।তাই না?
মাজুরের মাসালা তে আপ্নারা বলেছেন-
"শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়ার জন্য কোনো নামাযের শুরু থেকে শেষ ওয়াক্ত পর্যন্ত উযর স্থায়ী থাকা শর্ত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪০)
কোনো ব্যাক্তি মা'যুর প্রমানিত হয়ে যাওয়ার পর পরবর্তী ওয়াক্ত গুলোতে পুরো সময় উক্ত ওযর পাওয়া জরুরি নয়,বরং পরবর্তী প্রতি ওয়াক্তে এক বারও যদি উক্ত ওযর পাওয়া যায়,তাহলে সে মা'যুরই থাকবে। "
৩) প্রশ্নঃ এইকথার ( "বরং পরবর্তী প্রতি ওয়াক্তে এক বারও যদি উক্ত ওযর পাওয়া যায়,তাহলে সে মা'যুরই থাকবে। ") মানে কি?
তাহলে আমি তো মাজুর।মাজুর প্রমানিত হওয়ার পর পরের ওয়াক্তে আমি আবার অজু করে নামাজ পরতে বস্লাম।নামায পরার সময় রক্ত আসে নাই।কিন্তু কিছু পরে ওই ওয়াক্তের মধ্যেই রক্ত আসে। তাহলে পরের ওয়াক্তের জন্য ও তো আমি মাজুর তাই না?