আসসালামু 'আলাইকুম,
আমার হাজবেন্ড স্বল্প বেতন এ সৎ ভাবে চাকরি করেন, তিনি কোনো সুদি ব্যাংক এ টাকা ও রাখতে চান না আলহামদুলিল্লাহ। ওনার অফিসে ওনার ডিপার্টমেন্ট এর কয়েকজন কলিগসহ উনি প্রতি মাসে ৫০০০ করে টাকা জমা রাখতে চাচ্ছেন, এই সিস্টেম এ প্রতি মাসে সবাই ৫০০০ করে টাকা জমা দেয়, প্রতি মাসে লটারি হয়, যার নাম উঠে সে এক লক্ষ টাকা পায়, তার নাম কাটা যায়, এরপর একে একে পায় এক লক্ষ টাকা করে,এবং হাতে পাওয়া ১ লক্ষ টাকা পুষাতে প্রতি মাসে ৫০০০ করে জমা দেয়া লাগে। এই পদ্ধতি কি হালাল হবে? এটাই যার যার টাকা তার কাছেই আসে কোনো মুনাফা বা লাভ লস নেই। এই পদ্ধতি টা উত্তম কিনা জানতে চাই।
২। ইসলামী ব্যাংক এ টাকা রাখা জায়েজ কিনা! ওখানেও তো সুদ আছে। বিস্তারিত জানতে চাই