আসসালামু আলাইকুম।
আমি যদি পড়াশোনার খরচ বাবদ বাবার কাছ থেকে টাকা নেই। তারপর সে টাকা দিয়ে নতুন বই না কিনে পুরাতন বই কিনে অবশিষ্ট টাকা নিজের প্রয়োজনে রেখে দেই এবং কতটুকু টাকা পড়াশোনার কাজে ব্যবহার হয়েছে সেটা না বলি তাহলে কি আমার জন্য টাকাটা গ্রহণ করা জায়েজ হবে?
আমি বর্তমানে আইওএমে পড়ছি এবং জেনারেল পড়াশোনার জন্য একটি অনলাইন কোচিংয়ে পড়ছি। তো সে টাকা যদি আমি এসব পড়াশোনার ক্ষেত্রেই ব্যবহার করি তাহলে কি জায়েজ হবে। আমার বাবা কোনো হাতখরচ দিতে চাননা। অনেক কিপ্টামি করেন। কেবল ভার্সিটিতে গেলেই ভাড়ার সাথে কিছু টাকা বাড়তি দেন। আমার ভার্সিটি আমার বাসা থেকে প্রায় ২০কিমি দূরে। প্রায়ই বাসে মানুষের সাথে দাড়িয়ে যেতে হয় তাই আমি ক্লাসে তেমন যাইনা। ক্লাস না হলে মাসের পর মাস ক্লাসে না গেলে একটা টাকাও হাতে আসে না। তিনি হাতখরচের ব্যবপারে জিজ্ঞেসও করেননা। পড়ার কোচিংয়ের টাকাও দিতে চাননা। আর আইওএমে পড়ার ব্যাপারেও তিনি অবগত নন যেহেতু তিনি দ্বীনি পড়াশোনা পছন্দ করেন না তাই জানাইনি।
আগে টিউশনি করিয়ে হাতখরচ চালিয়ে নিতাম কিন্তু বর্তমানে আমার পক্ষেও পড়াশোনার পাশাপাশি টিউশনি করা সম্ভব হচ্ছেনা। তাই বই কেনা বা ভার্সিটির কোনো খরচের জন্য টাকা দিলে সেখান থেকে ব্যবহার করতে চাচ্ছি। এছাড়াও অনেক কিছু কেনার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে যদি মিথ্যা বলে বেশি টাকা নেই তাহলে কি গুনাহ হবে?
বিঃদ্রঃ বাবার কাছে ভার্সিটির পড়াশোনার জন্য টাকা চাইলে উনি সবসময়ই বেশি দেন। তখন আমি বলি টাকা বাকি থাকলে ফেরত দিবো না। আব্বুও কিছু বলেন না। ফেরত দিলেও তিনি মাঝেমাঝে আমাকে সেটা দিয়ে দেন।