বিসমিহি তা'আলা
জবাবঃ-
বীর্য হল যা উত্তেজনার সাথে লাফিয়ে লাফিয়ে আটকিয়ে আটকিয়ে লিঙ্গ থেকে বের হয়।বীর্য বের হলে গোসল ফরয হয়ে যায়।
প্রস্রাবের পর লিঙ্গ থেকে যা বের হয়,সেটা দেখতে বীর্যর মতই গাঢ় থাকে,তবে এটা বীর্য না। বরং এর নাম হলো ওদী।যা গোসলকে আবশ্যিক করে না।
বীর্য, ওদী,মযি সবগুলোই নাজাসতে গালিজাহ।এক দিরহাম পরিমাণ কাপড়ে লেগে থাকলে তা মাফ।এবং এর চেয়ে বেশী হলে না ধুয়ে নামায হবে না।
নাজাসত সম্পর্কে বিস্তরিত জানতে ভিজিট করুন- 118
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.