নামাজীদের জন্য নাকি হাই কমোড ব্যবহার করাট জায়েজ নাই,এতে নাকি নামাজ হবে না,হাই কমোড ব্যবহার করা কি নিষেধ?
ফজরের সালাতে দুই রাকাত সুন্নতে সূরা কাফিরুন আর ইখলাস পরি,পরের ফরজ দুই রাকাতে ফালাক নাস পরা যাবে? আমি পরিনা, কারন ফিকহের কিতাবে পেয়েছি ফরজ নামাজে ১ম রাকাতে যেই সূরা পরবে পরের রাকাতে তার থেকে কম আয়াতবিশিষ্ট সূরা পরতে হবে সেক্ষেত্রে তো ফালাক ৫ আয়াত আর নাস ৬ আয়াত? কি করবো?