আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (73 points)
edited by
নামাজীদের জন্য নাকি হাই কমোড ব্যবহার করাট জায়েজ নাই,এতে নাকি নামাজ হবে না,হাই কমোড ব্যবহার করা কি নিষেধ?

ফজরের সালাতে দুই রাকাত সুন্নতে সূরা কাফিরুন আর ইখলাস পরি,পরের ফরজ দুই রাকাতে ফালাক নাস পরা যাবে? আমি পরিনা, কারন ফিকহের কিতাবে পেয়েছি ফরজ নামাজে ১ম রাকাতে যেই সূরা পরবে পরের রাকাতে তার থেকে কম আয়াতবিশিষ্ট সূরা পরতে হবে সেক্ষেত্রে তো ফালাক ৫ আয়াত আর নাস ৬ আয়াত? কি করবো?

1 Answer

0 votes
by (754,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বাথরুমে হাই কমোড বানানো তাদের জন্য জায়েজ যাদের বসে প্রস্রাব পায়খানা কষ্টকর। এমনিতে ফ্যাশন স্বারূপ এমনটি করা মাকরুহে তাহরীমী। প্রয়োজন ছাড়া হাই কমোড বানানো উচিত নয়। (জাদিদ ফিক্বহী মাসায়েল-১/৫৭} এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/12359

(২)
প্রথম রা'কাতে যে সূরা তেলাওয়াত করা  হয়েছে,পরের রা'কাতে উক্ত সূরার পূর্বের কোনো সূরা তেলাওয়াত করা মাকরুহ।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/2434

কখনো ভুলে যদি কেউ সূরা নাস পড়ে ফেলে। তাহলে পরবর্তী সকল রাকাতে সূরা নাস পড়ার পরামর্শ ফুকাহায়ে কেরাম দেন।। পূর্বের অন্য কোন সূরা না পড়ার উপদেশ দেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6482

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতে আয়াতের সংখ্যা তিন আয়াত থেকে বেশী হলে মাকরুহ। এক দুই আয়াত বেশী হলে মাকরুহ হবে না। সুতরাং ফজরের ফরয নামাযের প্রথম রাকাতে সূরায়ে ফালাক পড়ার পর দ্বিতীয় রাকাতে সূরায়ে নাস পড়া যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1529

’’بثلاث آيات" انما قيد بها لانه لاكراهة فيما دونها لما ورد انه صلی اللہ علیہ وسلم صلى الفجر بالمعوذتين والثانية اطول من الأولى بآية وكراهة الاطالة بالثلاث فأكثر في غير ما وردت به السنة تنزيهية“(حاشیۃ الطحطاوی علی مراقی الفلاح، صفحہ351، مطبوعہ دارالکتب العلمیہ، بیروت)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হুজুর আপনি আমার প্রশ্ন ঠিকভাবে পড়েন নি,আর হাই কমোডের উত্তর ও দেন নি,
by
হুজুর আপনি আমার প্রশ্ন ঠিকভাবে পড়েন নি,আর হাই কমোডের উত্তর ও দেন নি,,অনুগ্রহ করে একটু দেখবেন
ago by (754,620 points)
উত্তর দেয়া হয়েছে। ভালোভাবে খেয়াল করুন।
ago by
জি জাযাকাল্লাহ খইর

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...