আস্সালামুআলাইকুম
আমাদের খাদিমা খালা একজন হাফেজ এর সম্মানিত মা। উনি বিধবা,জাকাতের হকদার মানুষ। উনি প্রশ্ন করেছেন --------
রোজাতে উনাকে জাকাত দেয় এমন কয়েকজন মানুষ সুদের কারবারে জড়িত। এখন সেই সুদ খাওয়া ব্যাক্তি উনাকে জাকাত দিলে উনি জাকাত নিতে পারবে কিনা? এই জাকাত খেলে উনার ছেলের ইলম থেকে মাহরুম হয়ে যাবার সম্ভাবনা আছে কিনা?
উনার ছেলের জন্য খাস দোয়া চেয়েছেন, যেন উনার সাদকায়ে জারিয়ার উসিলা হয়, উম্মাহর খেদমতে লাগে।
জাযাকাল্লাহ খইর।