আমি আমার নবজাতক সন্তানের নাম নির্ধারণ করতে যাচ্ছি। নিচের দুটি নাম সম্পর্কে শরঈ দৃষ্টিকোণ থেকে (আকিদা, আরবি ব্যাকরণ, ইসলামী নামকরণের নীতিমালা অনুযায়ী) কোনো সমস্যা আছে কি না—এ বিষয়ে আপনার মূল্যবান মতামত ও ফতোয়া জানতে চাই।
১) Safir Musab Rahaman
২) Safir Munahibbur Rahaman
বিশেষ করে জানতে চাই:
এখানে Rahaman / Rahaman অংশটি পারিবারিক নাম (surname) হিসেবে ব্যবহার করলে কোনো আকিদাগত বা ব্যাকরণগত সমস্যা আছে কি না
নাম দুটি শরিয়তসম্মত ও গ্রহণযোগ্য কি না
আপনাদের দিকনির্দেশনা পেলে কৃতজ্ঞ থাকব।
জাযাকুমুল্লাহু খাইরান।
Habibur Rahaman