আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। উস্তায,আমি অনার্স ৩য় বর্ষের ছাত্রী। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার এ পড়ি।আমার ঈমান ও আমল কম।জযবাও কম।ভার্সিটিতে এসে আমি দ্বীনের অনেক বুঝ পাইছি আলহামদুলিল্লাহ। সহশিক্ষা হারাম বুঝটা দেরিতে আসছে,যখন আসছে তখন পরিস্থিতি ছিল না ছাড়ার। এখন আমি বিবাহিতা, আমার স্বামীর পূর্ণ সাপোর্ট আছে যদি আমি সহশিক্ষা ছেড়ে দেই।কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক চায় যেন আমি অনার্সটা শেষ করি।এমন না যে আমার বাবার বাড়ির সবাই রাজি,তারাও অখুশি বিষয়টা নিয়ে।আমি ক্লাস না করে পরীক্ষা দিতে পারব না।আমি বাহ্যিক সম্পূর্ণ পর্দা করে চলি।আমার কি এই ১ বছর বা কিছু সময় বেশি পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত হবে?? আমি নিজেও তাদের কথা শুনে প্রভাবিত হয়ে পড়ি মাঝেমাঝে।কখনো আবার মনে হয়, ছেড়েই দিব,কারো কথায় প্রভাবিত হব না।আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই।এই ডিগ্রিও শুধুমাত্র উম্মাহর খেদমতের জন্য অর্জন করতে চাই।খুবই দ্বিধাগ্রস্ত আমি। দুজনেই আইওএমের স্টুডেন্ট।উস্তায আমাকে বিষয়টি নিয়ে সুরাহা দিলে ভালো হয়।