السلام عليكم ورحمه الله وبركاته
উস্তাদ,,আমি একদিন রাতে স্বপ্নে দেখলাম আমি এবং আমার বোন মিলে একজন অপরিচিত ছেলেকে কাফনের কাপড় পড়াচ্ছি,,।কাফনের কাপড়টা রক্তে রঞ্জিত ছিলো,,সেই দুর্গন্ধে আমি কাফন অন্যদিকে মুখ রেখে কোনো রকম গিট বেধে সেই রুম থেকে বের হয়ে যাই,,,ঠিক এই মুহূর্তেই আমার ফোনে তাহাজ্জুতের জন্য এলার্ম বেজে উঠে,,আর আমার ঘুম ভেঙ্গে যায়,,নামাজ পড়তেও ভীষণ ভয় লাগছিলো সেই সময়,,কোনোভাবেই নামাজে মনোযোগ বসাতে পারছিলাম না,,,সেই স্বপ্নের কথা মনে পড়লে মনে হয় যেন সেই দূর্গন্ধ আমার নাকে আসছে,,
এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে উস্তাদ,,,?