আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
এক আপা আছেন উনি বাংলা সাহিত‍্য নিয়ে অনার্স করেছেন। উনার বেশিরভাগই পড়া ছিল রাধাকৃষ্ণ, শ্রীচৈতন‍্যদেব, সংস্কৃত ইত‍্যাদি হিন্দুদের এইসব বিষয়ে আর উনি জানতেন না সাহিত‍্যে এইসব বিষয়ই বেশি থাকে। উনার তখন দ্বীনেরএতটা বুঝ ছিলও না। নামাজ, রোজা করতেন তবে আক্বিদার বিষয়ে জানা ছিল না। প্রাগাধুনিক বাংলা সাহিত‍্য নিয়ে একটি বই লিখা হয় , যেখানে কয়েকজন মিলে নিজ নিজ টপিক নিয়ে লিখেছেন। আর সবটাই প্রাচীন গীতিকবিতা, শ্রীচৈতন‍্যদেব, মঙ্গলকাব‍্য, শাক্তপদাবলী ইত‍্যাদি এইসসব নিয়ে লিখা হয়েছে। ওই আপাও মনসা মঙ্গল কাব‍্যে সমাজচিত্রের প্রকাশ এই টপিকের উপর লিখেছেন... নারীর অবস্থান কেমন ছিল, লৌকিক আচার অনুষ্ঠান, বাঙালির দৈনন্দিন জীবন কেমন ছিল এইসবকে কেন্দ্র করে লিখেছেন কয়েক বছর আগে। মনসা একজন গ্রাম‍্যকন‍্যা এই বিশ্বাস নিয়ে লিখেছেন।এখন উনাদের সেই বইটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তৃতীয় মুদ্রণ হবে এবার উনাকে আজ জানানো হয়েছে।
আমি জানতে চাচ্ছি উনাদের এই বইটা কী ওই আপারজন‍্য গোনাহের জারিয়া হবে? এর পরিপ্রেক্ষিতে উনার করণীয় কী এখন?
(বিঃদ্রঃ- সেই বইয়ের পিডিএফ কপি আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ ই মেইল মাধ‍্যমে যদি তা প্রয়োজন হয়। )