আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ
সম্মানিত ওস্তায, নিচের লিখাটা কি আদবের খেলাফ বা আল্লাহ সুবাহানু তা'আলাকে অসম্মান করা হবে। একটু জানাবেন মিন ফাদ্বলিক।
আমি এমন এক প্রেমিকের প্রেমে মশগুল, যে প্রমিকের কোন তাড়া নেই; তাড়াহুড়ো নেই। প্রেমিক সর্বদাই অপেক্ষমাণ।
প্রেমিক বলে, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। প্রেমিক বলে, যখন তুমি আমাকে খুঁজবে, তখন আমাকে তোমার সবচেয়ে কাছেই পাবে।
এই প্রেমিক এমন এক প্রেমিক, যাকে দেখা যায় না; শুধু অনুভব করা যায়। আপনার হৃদয় জমিন প্রেমের সাগরে ভাসছে অথচ পাশের মানুষটা আপনার দুশ্চিন্তায় ব্যাকুল হয়ে যাচ্ছে। তারা ভাবছে, আহারে! মানুষটা কত একা। অথচ তারা জানেনা, আপনার হৃদয় ভরপুর প্রেম সুধায়।
রোজ জানালার পাশে বসতাম। একজন মানুষকে প্রচন্ড সুখী ভাবতাম। সুন্দর একটি বাড়ি, সন্তান, স্বামী নিয়ে কতই না সুখের সংসার! কিছুদিন পর তার স্বামীর নারী কেলেঙ্কারীর ঘটনা শুনতে পেলাম। ভাবলাম, হায়! কাকে ফেললাম সুখীদের দলে। সুখ খুব অদ্ভুত এক অমূল্য রতন; যা দেখা যায় না। অথচ আমরা কত সুখীকে অসুখী বানিয়ে দিচ্ছি।
হৃদয় কখনো অপূর্ণ থাকে না। এই হৃদয় সুখী হতে চায়। এই হৃদয় চায় ভালোবাসতে। এই হৃদয় চায় প্রেমিকের প্রেমিকা হতে। খুব তাড়াতাড়ি এই হৃদয় পূর্ণও হয়ে যায়।
সেই প্রমিকাই সার্থক, যার প্রেম চিরঞ্জীব। যে প্রেম তাকে শুধু দিয়েই যায়। যে প্রেম তাকে শুধু হাসায়। যে প্রেমের অবগাহনে সে পরম প্রশান্তি খুঁজে পায়।
""আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহবানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে। "" -- [সূরা বাক্বরা,আয়াত- ১৮৬]