আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
21 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (9 points)
আসসালামু আ'লাইকুম।
হানাফীতে বলা আছে স্ত্রী মারা গেলে স্বয়ংক্রিয়ভাবে স্ত্রী গায়রে মাহরাম হয়, বা বিবাহবিচ্ছেদ হয়। এটি কি সকল ক্ষেত্রেই? অর্থাৎ স্বামী স্ত্রীকে গোসল বা স্পর্শ না করুক, কিন্তু স্ত্রী হিসেবেও তাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারবেনা? দুয়া করতে পারবেনা? একসাথে সুন্দর মুহূর্তগুলো ভাবলে গাইরে মাহরামকে নিয়ে ভাবার মতই গুনাহ হবে?
তাহলে জান্নাতে একসাথে থাকার ব্যাপারটি কী?

1 Answer

0 votes
by (714,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

স্ত্রীর মৃত্যুর পর স্বামী তাকে স্পর্শ করতে পারবেনা,  গোসল করাতে পারবেনা।
তবে স্বামীর মৃত্যুর পর স্ত্রী তাকে স্বাভাবিক অবস্থায় (বিনা উত্তেজনায়)  স্পর্শ করতে পারবে,  গোসল করাতে পারবে।

হাদীস শরীফে এসেছেঃ 

أَنَّ أَبَا بَكْرٍ «أَوْصَى أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ أَنْ تُغَسِّلَهُ» (المصنف لابن ابى شيبة-7/144، رقم-11078)
সারমর্মঃ
 হযরত আবু বকর সিদ্দিক রাঃ আসমা বিনতে উমায়েস রাঃ কে নিজের গোসল করানোর অছিয়ত করেছিলেন।

عَنْ عَطَاءٍ، قَالَ: «تُغَسِّلُ الْمَرْأَةُ زَوْجَهَا» (مصنف ابن ابى شيبة-7/145، رقم-11084)
সারমর্মঃ
হযরত আতা রহঃ বলেন স্ত্রী তার স্বামীকে গোসল করাবে। 

عَنِ الشَّعْبِيِّ، قَالَ: «لَا يُغَسِّلُ الرَّجُلُ امْرَأَتَهُ» وَهُوَ رَأْيُ أَبِي حَنِيفَةَ، وَسُفْيَانَ (مصنف ابن ابى شيبة-7/146، رقم-11092)
সারমর্মঃ
হযরত শা'বি রাঃ বলেন পুরুষরা তাদের স্ত্রীকে (মৃত্যুর৷ পর) গোসল করাতে পারবেনা।   

ফাতাওয়ায়ে শামীতে আছে   
(ويمنع زوجها من غسلها ومسها لا من النظر إليها على الأصح) منية. الخ (وهي لا تمنع من ذلك) (الدر المختار مع رد المحتار، كتاب الصلاة، باب الجنائز-3/90)
সারমর্মঃ
স্ত্রীর মৃত্যুর পর স্বামীর তাকে গোসল করানো,স্পর্শ করা নিষেধ।
তবে তাকে দেখা নিষেধ নয়। 

★তবে কিছু ইসলামী স্কলারদের মতবিরোধ রয়েছে। 
তাদের মতে স্বামী তার মৃত স্ত্রীকে স্পর্শ ও গোসল করাতে পারবে। 
সুতরাং তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।              

উলামায়ে কেরামদের মতবিরোধ সহ বিস্তারিত জানুনঃ

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
স্ত্রী মারা গেলে স্বামী তার স্ত্রীকে স্ত্রী হিসেবে তাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারবে। দুয়া করতে পারবে। একসাথে সুন্দর মুহূর্তগুলো ভাবতে পারবে,এক্ষেত্রে গাইরে মাহরামকে নিয়ে ভাবার গুনাহ হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...