আসসালামু আ'লাইকুম।
হানাফীতে বলা আছে স্ত্রী মারা গেলে স্বয়ংক্রিয়ভাবে স্ত্রী গায়রে মাহরাম হয়, বা বিবাহবিচ্ছেদ হয়। এটি কি সকল ক্ষেত্রেই? অর্থাৎ স্বামী স্ত্রীকে গোসল বা স্পর্শ না করুক, কিন্তু স্ত্রী হিসেবেও তাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারবেনা? দুয়া করতে পারবেনা? একসাথে সুন্দর মুহূর্তগুলো ভাবলে গাইরে মাহরামকে নিয়ে ভাবার মতই গুনাহ হবে?
তাহলে জান্নাতে একসাথে থাকার ব্যাপারটি কী?