আসসালামু আলাইকুম হুজুর।
নিম্নের হাদিসটি পড়ার অনুরোধ রইলো।
আমি যখন নাজরানে গিয়েছিলাম, তখন সেখানকার খ্রিস্টানরা আমাকে জিজ্ঞাসা করল:
“তোমরা কুরআনে পড় না কি: ‘হে হারুনের বোন!’ (অর্থাৎ হযরত মরিয়মকে সম্বোধন করে), অথচ মূসা তো ঈসার জন্মের অনেক আগে হয়েছে?”
যখন আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে ফিরে এসে এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন:
“ইন্নাহুম কানূ ইউসাম্মূনা বিআসমাইন নাবিয়্যীনা ওয়াস সালিহীনাল্লাযীনা মিন কাবলিহিম”
বাংলা অনুবাদ: “নিশ্চয়ই তারা (প্রাচীনকালের লোকেরা) তাদের সন্তানদের নাম রাখতো পূর্ববর্তী নবীগণের এবং সৎকর্মশীল ব্যক্তিদের নামে।”
হাদিসের মান: সহিহ (অথেনটিক)।
এই হাদিসটি সূরা মরিয়ম (১৯:২৮)-এর “হে হারুনের বোন!” সম্বোধনের ব্যাখ্যা করে। নবী (সা.) বলেছেন যে, প্রাচীনকালে লোকেরা ধার্মিক ব্যক্তি বা নবীদের নামে সন্তানের নাম রাখতো এবং সম্মানসূচকভাবে তাদের সাথে যুক্ত করে সম্বোধন করতো।
★ তাহলে ঈসা (আ) এর মাতা মরিয়মকে হারুনের বোন বলার কারণ বুঝতে পারলাম।
★ কিন্তু মূসা (আ) এবং হারুন (আ) এর পিতার নাম ছিলো ইমরান। অথচ কুরআনে ঈসা (আ) এর মাতা মরিয়মকে ও ইমরানের কন্যা বলে সম্বোধন করা হয়েছে।
যখন ইমরানের স্ত্রী বলল, “হে আমার প্রতিপালক! আমার গর্ভে যা আছে তা আমি তোমার জন্য উৎসর্গ করলাম, মুক্ত (তোমার ইবাদতের জন্য)। অতএব তুমি আমার থেকে কবুল কর। নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।”
সূরা ইমরান, আয়াত ৩৫
বাইবেল এবং খ্রিষ্টান সূএ দাবি করে বলছে মরিয়মের পিতার নাম জোয়াকিম।
প্রশ্নঃ ৩/ মূসা (আ) - হারুন (আ) এর পিতার নামের মতো মরিয়মের পিতার নাম ও কি ইমরান ছিলো?
প্রশ্ন ৪/ নাকি ইমরানের কণ্যা মরিয়ম বলতে মরিয়মকে ইমরানের বংশের কণ্যা বুঝানো হয়েছে?