আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in পবিত্রতা (Purity) by (36 points)
১। বাচ্চা বিছানায় হিসু করে দিলে বিছানার চাদর তুলে ফেলা আবশ্যক? নাকি এর উপর পরিষ্কার কাথা বিছিয়ে দিলেই বিছানা পবিত্র হয়ে যাবে?


২। নামাজে সালাম ফেরানোর পর যদি মনে হয় কোনো ওয়াজিব ছুটে গিয়েছে, তাহলে কী সাহু সিজদা দেয়া যাবে নাকি পুনরায় নামাজ পড়তে হবে? যদি সাহু সেজদা দেয়া যায় তবে কিভাবে দিতে হয় সালাম ফেরানোর পর?


৩। আমার মেয়ের এলার্জি (স্ক্যাবিস) অনেক দিন ধরে প্রায় দুই বছর। অনেক চিকিৎসার পর ও সুস্থ হচ্ছে না। কোনো আমল আছে সুস্থ করার?


৪। আমি নিজেকে কিছু বিষয়ে ইম্প্রুভ করতে চাই, অনেক দিন ধরেই, কয়দিন ধরে করে প্র‍্যাকটিস করি, পরে কোনোভাবে সেটা বন্ধ হয়ে যায়। যেমন, পরিপূর্ণ সহীহভাবে কুরআন তিলাওয়াত করতে পারা, পরিপূর্ণ খুশু-খুজু সহকারে নামাজ পড়া সহ আর ও কিছু ব্যাপার। তো এই ইচ্ছেগুলো পূরণের জন্য সালাতুল হাজত পড়তে চাই নিয়মিত, এখন সবগুলোর জন্য দুইরাকাত নামাজ পড়লে হবে একবারে?
৫।বাচ্চার (মেয়ে) বয়স তিন বছর। ওকে পাঁচ বছর পর্যন্ত নিজেই পড়াতে চাই। কুরআন শেখানো, প্রয়োজনীয় দু-আ তাছাড়া ইসলামের টুকটাক আদব ইত্যাদি। এই ব্যাপারে আমাকে দিকনির্দেশনা দেবেন উস্তাজ?


৬। আমার পরিবার দ্বীনদার নয়, মডারেট। এখানে বাচ্চার তারবিয়াতে নানানরকম প্রব্লেম ফেইস করি। সবচেয়ে বড় ব্যাপার সে গান-বাজনা-ফোন ইত্যাদির সংস্পর্শে যাচ্ছে। চেষ্টা করি এগুলো থেকে দূরে রাখার। কিন্তু কঠিন। বয়োজেষ্ঠ্যরা এজইন্য কটু কথাও শোনান আমাকে। এই অবস্থায় আরেকটা বাবু নেওয়া ঠিক হবে?
আলাদা থাকার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। হয়তো আর ও অনেকবছর একসাথে থাকতে হবে। (যতদিন মুরুব্বীরা বেঁচে আছেন)।
সঠিক উপদেশ দিয়ে সাহায্য করবেন উস্তাজ।

1 Answer

0 votes
by (751,320 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বাচ্চা বিছানায় হিসু করে দিলে বিছানার চাদর তুলে ফেলা আবশ্যক।  এর উপর পরিষ্কার কাথা বিছিয়ে দিলেই বিছানা পবিত্র হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/889


(২) নামাজে সালাম ফেরানোর পর যদি মনে হয় কোনো ওয়াজিব ছুটে গিয়েছে, তাহলে সাহু সিজদা দেয়া যাবে। যদি নামায বিনষ্টকারী কোনো জিনিষ না হয়ে থাকে। সালাম।ফিরানোর পর আবার তাশাহুদ,দুরুদ, দু'আয়ে মাছুরা পড়ে আবার সালাম ফিরানো।


(৩)  মেয়ের এলার্জি (স্ক্যাবিস) এর জন্য বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। সূরা বায়্যিনাত পড়ে প্রতিদিন ফু দিবেন।


(৪)  সবগুলোর জন্য দুইরাকাত নামাজ পড়লেও হবে। 

(৫)  পাঁচ বছর পর্যন্ত নিজেই পড়াবেন। বিশুদ্ধ ভাবে শিখানোর চেষ্টা করবেন।

(৬) পৃথক হয়ে যান, তারপর সন্তান নেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...