আসসালামু আলাইকুম।
১.আমার রুমে দেয়ালে আমি কিছু দোয়া লিখে রেখেছি, কুরআনের আয়াত লিখে রেখেছি। তবে দেয়ালের দিকে আমার পা থাকে। আমার বেড দেয়াল থেকে দূরে আছে কিছুটা। কিন্তু আমার টেনশন হলো আমার কি গুনাহ হচ্ছে? কত টুকু বেড ফাঁকা রাখার প্রয়োজন হবে?
২. আমার পায়ের দিকে দূরে আমার ওয়াড্রপ আছে, সেখানে আমি নামাজ আদায় করি, ওয়াড্রোপের গায়ে আমি দোয়া লিখে রেখেছি। নামাজ শেষে আমি দেখে দেখে সেগুলোর আমল করি। আমার কি গুনাহ হচ্ছে?
৩. আমি কাবা শরীফের পিকচার ড্রয়িং করে আমার টেবিলে রাখছি, সেইটা পূর্ব দিকে আছে, এতে কি কোনো গুনাহ হবে?
জাজাকাল্লাহু খইর