আমি দেশের বাইরে থাকি।যেহেতু এটা মুসলিম দেশ না এটা একটা খ্রিষ্টান দেশ সেহেতু তারা তাদের দেশে সংকৃতিক তাদের মতো করে পালন করে। এবং অন্য দেশ থেকে আসা বিভিন্ন পরিবারের বাচ্চারা যখন তাদের স্কুলে পড়ে তখন তারা তাদের বিভিন্ন উংসবে বাচ্চাদের বিভিন্ন জিনিস তৈরি করতে বলে,আঁকতে বলে এবং বিভিন্ন গান গাইতে বলে।যেমন: ক্রিসমাস কার্ড, ক্রিসমাসের গান ইত্যাদি।তারপর তাদের বিভিন্ন ধরনের ক্লাস থাকে যেমন:গানের ক্লাস,ছবি আঁকার ক্লাস ইত্যাদি।এখন যদি কোনো বাচ্চা বলে যে আমি এই গুলো করতে চাই না,তখন তারা বাচ্চাদেরকে জোর করে এইগুলো করতে। আর যদি বাচ্চা একদমই না করতে চায় তখন তারা বাচ্চাদের পরিবারকে বলে।কিন্তু সবার পরিবারতো আর ইসলামিক ভাবে চলাফেরা করেনা,আর করলেও সব কিছু মেনে চলে না।তখন তারা বাচ্চাদের বলে গান গাইলে কি হয়, ক্রিসমাস কার্ড তৈরি করলে কি হয় ইত্যাদি।
আমার প্রশ্ন হলো এখন যদি কেউ এইগুলো না করতে চায় তখন যদি তাকে জোর করে এইগুলো করানো হয় ,তাহলে কি তার গুনাহ হবে?