আসসালামু আলাইকুম, আমি একটা ছাত্রী হলে থাকি।এখানে হলেরই কিছু বন্যটাইপ বিড়াল আছে।আমার রুমে ঢুকে শিলপাটায় প্রস্রাব করে দিয়েছে,এর আগেও সে অনেক জায়গায় করেছে।কোনোটা দেখে সাথে সাথে পরিষ্কার করেছি।কোনোটা বুঝতেই পারি নি।আমার প্রশ্ন হলো বিড়ালের প্রস্রাব করা এই পাটা কি আমি ইউজ করতে পারবো?পারলেও সেটা কিভাবে পবিত্র করবো?ফ্লোরেও এমন করে।