আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (14 points)
সম্মানিত উলামায়ে কেরাম,

আমাদের দেশে BRTA অফিস, পাসপোর্ট অফিস, NID অফিসসহ প্রায় সব সরকারি দপ্তরে সাধারণ নাগরিকদের বৈধ সেবা পেতে দালালদের শরণাপন্ন হতে হয়—এটা একপ্রকার বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এসব দালাল সংশ্লিষ্ট অফিসের ভেতরে বা বাইরে অবস্থান করে অতিরিক্ত অর্থের বিনিময়ে কাজ দ্রুত করে দেওয়া, ফাইল এগিয়ে দেওয়া, সিরিয়াল জোগাড় করা কিংবা বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার ব্যবস্থা করে থাকে।

প্রশ্ন হলো—

এই ধরনের দালালি করে উপার্জিত অর্থ শরীয়তের দৃষ্টিতে হালাল নাকি হারাম?

বিশেষ করে যখন—

তারা বৈধ কাজই করে দেয়, তবে অবৈধ পথে বা প্রভাব খাটিয়ে

অথবা সরকারি নিয়ম লঙ্ঘনের মাধ্যমে সুবিধা আদায় করে দেয়

কিংবা ঘুষের অংশীদার হয়

এই অবস্থায় তাদের উপার্জনের শরয়ী হুকুম কী?

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—

এমন অনেক দালাল ব্যক্তি আমাদের সমাজে আত্মীয়, প্রতিবেশী বা পরিচিতজন হওয়ায় সামাজিক সম্পর্ক বজায় রেখে চলাফেরা করতে হয়। যদি তাদের আয় শরীয়ত অনুযায়ী হারাম হয়, তাহলে—

তাদের উপার্জন দ্বারা ক্রয়কৃত খাবার গ্রহণ করা

তাদের দাওয়াতে অংশগ্রহণ করা

কিংবা তাদের থেকে উপহার গ্রহণ করা

এসব বিষয়ে আমাদের করণীয় কী হবে?

অনুগ্রহ করে কুরআন-হাদীসের আলোকে বিস্তারিত ও স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করলে উপকৃত হবো।

ওয়াসসালাম।

1 Answer

0 votes
by (714,870 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۲۹﴾ 
হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা পরস্পর রাযী হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা করো না; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
(সুরা নিসা ২৯)

হাদীস শরীফে এসেছেঃ 
عَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ وَالدَّارَقُطْنِىِّ فِى الْمُجْتَبٰى

আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়।
আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২।

শরীয়তের বিধান হলো যেকোনো বৈধ কাজে ফিস নির্দিষ্ট হওয়ার শর্তে দালালি এবং তার উপার্জন জায়েজ আছে।

ইমাম বোখারী রাহ বলেনঃ

" ﺑَﺎﺏ ﺃَﺟْﺮِ ﺍﻟﺴَّﻤْﺴَﺮَﺓِ . ﻭَﻟَﻢْ ﻳَﺮَ ﺍﺑْﻦُ ﺳِﻴﺮِﻳﻦَ ﻭَﻋَﻄَﺎﺀٌ ﻭَﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢُ ﻭَﺍﻟْﺤَﺴَﻦُ ﺑِﺄَﺟْﺮِ ﺍﻟﺴِّﻤْﺴَﺎﺭِ ﺑَﺄْﺳًﺎ 
ﻭَﻗَﺎﻝَ ﺍﺑْﻦُ ﻋَﺒَّﺎﺱٍ : ﻻ ﺑَﺄْﺱَ ﺃَﻥْ ﻳَﻘُﻮﻝَ : ﺑِﻊْ ﻫَﺬَﺍ ﺍﻟﺜَّﻮْﺏَ ﻓَﻤَﺎ ﺯَﺍﺩَ ﻋَﻠَﻰ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻓَﻬُﻮَ ﻟَﻚَ .
ﻭَﻗَﺎﻝَ ﺍﺑْﻦُ ﺳِﻴﺮِﻳﻦَ : ﺇِﺫَﺍ ﻗَﺎﻝَ ﺑِﻌْﻪُ ﺑِﻜَﺬَﺍ ﻓَﻤَﺎ ﻛَﺎﻥَ ﻣِﻦْ ﺭِﺑْﺢٍ ﻓَﻬُﻮَ ﻟَﻚَ ، ﺃَﻭْ ﺑَﻴْﻨِﻲ ﻭَﺑَﻴْﻨَﻚَ ﻓَﻠَﺎ ﺑَﺄْﺱَ ﺑِﻪِ .
ﻭَﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ( ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ ﻋِﻨْﺪَ ﺷُﺮُﻭﻃِﻬِﻢ)

তরজমাঃইবনে সিরীন, আত্বা,ইবরাহিম,হাসান, রাহ এর মত যুগশ্রেষ্ট ইমামগণ দালালী ব্যবসায় শরয়ী কোনো সমস্যা মনে করেন না।ইবনে আব্বাস রাহ,বলেনঃকোনো অসুবিধা নেই এরকম কোনো চুক্তিতে যে, কেউ কাউকে বলল,তুমি এই মাল এত টাকায় বিক্রি কর,এর(পুর্ব নির্ধারিত মূল্যর) চেয়ে বেশী যা লাভ হবে তা তোমার।
ইবনে সিরীন রাহ বলেনঃযখন কেউ কাউকে বললঃতুমি এই মাল এত টাকায় বিক্রি কর, যা লাভ হবে অথবা এর চেয়ে বেশী যা লাভ হবে, তা তোমার অথবা তা আমার এবং তোমার মধ্যে বন্টিত হবে।এরকম চুক্তিতে কোনো সমস্যা নেই।
নবী কারীম সাঃবলেনঃ-মুসলমানগন তাদের  কৃতচুক্তির আওতাধীন।অর্থাৎ শরীয়ত বিরোধী চুক্তি না হলে তা অবশ্যই পূরণীয় এবং পূরণ করতে হবে,এবং দালালীও একটি চুক্তি বিধায় তা বৈধ ও পূরণীয় ।
(সহীহ বোখারী-৩/৯২, হাদীস নং ২২৭৪ এর শিরোনাম)

★কমিশন ফিস নির্দিষ্ট হওয়ার শর্তে যেহেতু কমিশন ভিত্তিক ব্যবসা তথা দালাল কিংবা এজেন্টদের কমিশন জন্য নির্ধারিত ফিস জায়েয।

আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরণ মতে এ ধরনের দালালরা মূলত উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কর্তৃক আইনি ভাবে এজেন্ট হিসাবে নিয়োগকৃত নয়, সরকার কর্তৃক এজেন্ট হিসেবেও নিয়োগকৃত নয় বরং তারা অন্যায় ভাবেই মূলত এভাবে টাকা উপার্জন করছে।

এটি দেশীয় আইন অনুযায়ীও যেমন অবৈধ, শরীয়তের আইন অনুযায়ী ও অবৈধ।

তাই এই ধরনের দালালি করে উপার্জিত অর্থ শরীয়তের দৃষ্টিতে হারাম।

সুতরাং তাদের এধরণের উপার্জন দ্বারা ক্রয়কৃত খাবার গ্রহণ করা,তাদের দাওয়াতে অংশগ্রহণ করা,কিংবা তাদের থেকে উপহার গ্রহণ করা জায়েজ নেই।

হ্যাঁ যদি তাদের এ ধরনের উপার্জনের থেকেও অন্য কোন হালাল পন্থায় উপার্জিত অর্থ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তাদের দাওয়াতে অংশগ্রহণ করা জায়েজ হবে।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (14 points)
আলহামদুলিল্লাহ।
আমাদের উত্থাপিত সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তারিত, স্পষ্ট ও দলিলভিত্তিক জবাব প্রদান করার জন্য সম্মানিত মুফতি সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
বর্তমান জটিল সামাজিক বাস্তবতায় হালাল–হারামের সীমারেখা স্পষ্ট করে দেওয়া সত্যিই খুব প্রয়োজন ছিল। মুফতি সাহেব অত্যন্ত ধৈর্য, দায়িত্বশীলতা ও ইলমি আমানতের সাথে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, যা আমাদের জন্য দিকনির্দেশক ও বিবেক জাগ্রতকারী হয়েছে।
আল্লাহ তাআলা যেন উনাকে হায়াতে তায়্যেবা দান করেন, ইলমে নাফে দ্বারা উম্মাহকে আরও বেশি উপকৃত করার তাওফিক দেন এবং উনার এই খেদমতকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন—আমিন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...