আসসালামু আলাইকুম আমি গত কালকে ক্লিয়ারেন্স পাওয়ার জন্য একটি প্রশ্ন জিগাসা করেছিলাম। প্রশ্নটির লিংক উল্লেখ করলাম
https://ifatwa.info/
এখানে বলা হয়েছে যে ওয়াসওয়াসা রুগি মানসিক রুগির মত।কখন কি বলে মনে থাকে না। তাই তার তালাক হবে না।কিন্তু সে যদি মানসিক রুগির মতন না হয় তবে তালাক কার্যকর হবে।যা তার কথা দারা বুজা যায়।এই লাইনটা বুজে আসে নাই তাই কিছু জিগাসা।
হুজুর মানুষের ৩টি পর্যায় থাকে
** প্রথম পর্যায় যে ওয়াসওয়াসায় আক্রান্ত হয় কিন্তু তাকে রুগি বলা হয় না এটা একটা হালত।
***-দ্বিতীয় হালত হল যে ওয়াসওয়াসার রুগি কিন্তু ওয়াসওয়াসার রুগি হলেও সে মানসিক রুগির মত নয়।
***-তৃতীয় আরেকটি হালত হল সে ওয়াসওয়াসার রুগি কিন্তু তার অবস্থা মানসিক রুগির মতো।
আমার জিগাসা.....
১।কেউ ওয়াসওয়াসার রুগি একজন মুসলিম ডাক্তার এবং একজন বিজ্ঞ মুফতি তাকে বলেছে যে সে ওয়াসওয়াসার রুগি বা ওসিডি রুগি কিন্তু ওয়াসওয়াসার রুগি(ওসিডি) হলেও তার অবস্থা মানসিক রুগির মতন নয়।মানে সে সাধারন ওয়াসওয়াসায় আক্রান্ত নয় যে তাকে রুগি বলা যাবে না বরং ডাক্তার ও আলেম বলেছে সে ওয়াসওয়াসার রুগিই বা ওসিডি রুগি কিন্তু রুগি হলেও তার অবস্থাটা মানসিক রুগির মতো নয়।
এখন সে যদি শান্ত চিত্তে সেচ্ছায় তালাক দেয় সেই তালাক কি কার্যকর হবে?
২।এমন ওয়াসওয়াসার রুগি বা ওসিডি রুগি যার অবস্থা মানসিক রুগির মত সে যা বিজ্ঞ মুফতি ও ডাক্তার দারা প্রমানিত বা ।সে যদি সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্য তালাক দেয় তবে কি তালাক হবে?নাকি কার্যকর হবে না তার হালত মানসিক রুগির মত থাকাতে? সে চাইলে কি আবার তার স্ত্রী নিয়ে সংসার করতে পারবে?
৩।অথবা এমন ওয়াসওয়াসার রুগি বা ওসিডি রুগি যার অবস্থা মানসিক রুগির মত ডাক্তার ও আলেম দারা প্রমানিত সে তালাকের নিয়ত ছাড়া কুন প্রকার জুর জবরদস্তি ছাড়া তালাক দিলে তালাক হয়ে যাবে জেনেও বউকে উদ্দেশ্য করে সেচ্ছায় তালাকের নিয়ত ছাড়া বল্ল তালাক দিলাম সেটা কি কার্যকর হবে?।
****একজন ওয়াসওয়াসার রুগি কখন মানসিক রুগির মত ধরা হবে?যদি ডাক্তার বলে ওয়াসওয়াসা রুগ হয়েছে তখন থেকেই তাকে মানসিক রুগি ধরা হবে আর তালাক কার্যকর হবে না?
আমি প্রশ্নটি মুলত কোন প্রকার বিরুধিতা বা প্রতিদন্ধিতার বা কুন অসৎ উদ্দেশ্য নিয়ে করছি না।আমার মাসালাটা মুলত ভাল মত বুজে আসে নাই তাই জিগাসা করেছি।যেন সঠিক মাসালা জেনে সঠিক ভাবে আমল করতে পারি।আমাকে দয়া করে ১,২,৩,পয়েন্টগুলক বুজিয়ে দিবেন।
নিবেদক
শাজাহান মোল্লা