اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
১/ সুদের সাথে জড়িত এমন কেউ পিকনিকে নাম দিলে কি পিকনিকের সমস্ত খাবার হারাম হয়ে যাবে? কারণ পিকনিকে তো অনেকেই টাকা দেয় ওখানে কারো টাকা হারাম হলে কি সবটাই হারাম হবে? আমি যদি নিশ্চিত কারো ব্যাপারে জানি যে সে সুদ নেয় তাহলে কি তার সাথে পিকনিক খাওয়া জায়েজ হবে?
২/ আমার ছেলের বয়স ১২/১৩ বছর। এখন মাহরাম হিসেবে তার সাথে কি সফর করা যাবে? সে কি মাহরাম হিসেবে গণ্য হবে সফর করার ক্ষেত্রে? সফরের ক্ষেত্রে মাহরামের বয়স কত হওয়া প্রয়োজন এটা কি নির্ধারিত?
৩/ টিপ পড়া কি একেবারেই হারাম? পর পুরুষকে না দেখালেও কি পড়া যাবে না?