ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উশর প্রসঙ্গ।
জমিন থেকে যা কিছু উৎপাদিত হয়।চায় একসের হোক, ইমাম আবু-হানিফা রাহ এর মতানুসারে তাতে উশুর অর্থ্যাৎ দশ ভাগের এক ভাগ ফরয হবে।
অর্থ্যাৎ দশ ভাগের একভাগ আল্লাহর রাস্তায় দেওয়া ফরয। বৎসরে যতবার-ই ফসল উৎপাদিত তাতে উশুর আসবে।যদি প্রাকৃতিক পানি দিয়ে চাষ করা হয়, তাহলে এ হুকুম। কিন্তু যদি মেশিনেরর পানি দিয়ে জমি চাষ করা হয় তাহলে নিসফে উশর অর্থ্যাৎ বিশ ভাগের এক ভাগ ফরয হবে।
ﻭَﺁﺗُﻮﺍْ ﺣَﻘَّﻪُ ﻳَﻮْﻡَ ﺣَﺼَﺎﺩِﻩ
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
২৬ মণ ধানের যাকাত কত আসবে?
বৃষ্টির পানিতে যদি ধান চাষ হয়ে থাকে, তাহলে ১০ ভাগের এক ভাগ উশর দিতে হবে। ফসলের যাকাত বা উশর যেকোনো একজনকে দেয়া যাবে। এবং একাধিক ব্যক্তিকেও দেয়া যাবে। ২৬ মন (৯৭০.৩২ কেজি) ধানের যাকাত ৯৭.০৩২ কেজি উশর আসবে।
কেউ যদি সম্পূর্ণ ফসল আসার পূর্বেই যাকাতের নিয়তে ফসলের কিছু অংশ গরীবদেরকে দিয়ে দেয়, পরবর্তীতে বাকি অংশকে পূর্বের অংশের সাথে যুক্ত করে নিলে সেটাও জায়েয হবে।