আসসালামু আলাইকুম জ্বী, আমার হায়েজ সচারাচর ৩-৪দিন থাকে। নভেম্বর ২২তারিখ খুব সম্ভবত হায়েজ হয়ে ভালো হয় তারপর ১২দিনের মধ্যে আবার ব্লিডিং হয় যা ইস্তিহাযা।তারপর ৩-৪দিনে এ ইস্তিহাযা ভালো হয়। এখন আবার ইস্তিহাযা র ২/৩দিন পর যা আমার পিরিয়ড শুরু হওয়ার ডেট ধরলে মাঝে র মিনিমাম যে ১৫দিন তা ক্রস করে। এখন ব্লিডিং আবার ১দিন হয়েই অফ আছে।এখন এটা কি হায়েজ ধরব নাকি ইস্তিহাযা?
জাঝাকুমুল্লাহ্ খইরন কাসীরন।