আসসালামু আ'লাইকুম। নামাজে স্থির অবস্থায় অর্থাৎ রুক সিজদা এরকম সময়ে দুই হাত নড়লেই কি আমলে কাসির হয়, নাকী শুধু ফতোয়ায় উল্লেখিত কাজ করলে যেমন লুঙ্গি পরা পাগড়ি বাধা?
সিজদায় যাওয়ার একটুক্ষণ পরে(প্রায় সাথে-সাথেই) দুইহাত একসাথে মনের ভুলে নড়ে উঠলে কি নামাজ ফাসিদ হবে? প্রায় বাইরে থেকে বোঝাই যায়না এমন নড়েছে