assalamualikum,, আমাদের পরিবারে আর্থিক সমস্যা দেখা দিয়েছে,একজনের রোজগারে সংসার চলতে খুব কষ্ট হচ্ছে,আমি এখন ইন্টার পাশ করেছি এইবার,আমাকে চাকরির জন্য জোরাজোরি করছে,এখন যেহেতু এডমিশন টাইম, ভার্সিটি বা নার্সিং এর জন্য পরীক্ষা দিতে হবে,
১)চাকরি আমার জন্য কখন জায়েজ হবে??
২)চাকরির আবেদনে বা ভার্সিটি বা নার্সিং এ আবেদনের জন্য পাসপোর্ট সাইজের ছবি লাগে,এই জন্য আমার পিক দেওয়া জায়িজ হবে? বা ওনাদের ওখানে পিক তুলতে পারবো?
৩)ফিতনার ভয় থেকেই আমার চাকরি বা ভার্সিটি বা নার্সিং এ পড়ার কোনো ইচ্ছা নেই,এমন কোনো চাকরির অফার বাবা মা আনবেন নাহ যেখনে পুরুষ নেই,প্রায় সব জায়গায় তো পুরুষ থাকে, যাদের দ্বীনের ইলম কম তাদের ফিতনায় পতিত হওয়া খুব সহজ,আপনাদের কয়েকটি ফতোয়া পড়ে দেখলাম,প্রয়োজনে পুরুষদের সাথে কর্কশ ভাষায় কথা বলা,এটার মধ্যেও তো ফিতনা আছে,
কারন শয়তান ত সব সুযোগ ই কাজে লাগায়,
৪)এখন আমি যদি জেদ ধরি,চাকরি না করি,বাহিরে গিয়ে দুনিয়ার ইলম অর্জন না করি, ফ্রি মিক্সিং থেকে বাচতে ঘরে থাকি,,তাহলে কি আমি গোনাহগার হবো?
৫) আমি যেহেতু বাহিরে গিয়ে ইলম অর্জন করতে চাচ্ছি নাহ,আমি তাদের ভয়ে নার্সিং এর জন্য অনলাইনে কোর্স নিচি,আমি পড়ায় মন দিচ্ছি নাহ, ক্লাসগুলো ঠিকমতো করছি নাহ,এতে কি আমি তাদের হক নষ্ট করছি!! আমি বাহিরে ফিতনার ভয় থেকেই আমি জেনারেল পড়ায় মন দিতে পারছ নাহ,,
৬)আমি নন মাহরাম মেইনটেইন করে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কিন্তু মাহরামদের সাথেও দেখা দিতে বা কথা বলতে আমার অস্বস্তি লাগছে,,এটা আমাকে শয়তান ধোকা দিচ্ছে? আমি ঠিক করছি!! গুনাহ হবে??
৮) তাদের সাথে।কেমন ব্যবহার করবো? যদি আমাকে বাধ্য করে বাহিরে গিয়ে চাকরি বা ইলম অর্জনের জন্য!!!কিভাবে তাদের বুঝাবো??
শাইখ অনেক বাবা মা ই বিয়ে ছাড়াই অন্যত্র দেন দুনিয়ার ইলম বা চাকরির জন্য,এক্ষেত্রে তো ফিতনার আরো ভয়াভহতা থাকে,,এই জায়গা গুলো থেকেই চাচ্ছি নাহ বাহিরে ইলম অর্জন বা চাকরির জন্য,সংসারে শত কষ্ট থাকার পরও যদি আমি ঘরে থাকার চেষ্টা করি, উভয় দুনিয়ার ইলম অর্জনের চেষ্টা করি তাহলে কোনো সমস্যা হবে?(বাবা মা এর বিরুদ্ধে গিয়ে)
৯)মা বাবা এক্ষেত্রে অভিশাপ দিলে কি কিছু হবে??
আশা করবো।শাইখ আমার কথার সারংশ বুঝবেন,একটু তাড়াতাড়ি উত্তর দিলে উপকৃত হতাম,জাঝকাল্লাহু খয়রন,