একজন ব্যক্তি স্বপ্নে দেখে যে সে রাস্তা দিয়ে হাঁটছিলো, রাস্তায় খুব উন্নত জাতের দামী পাকা খেজুর ছড়িয়ে ছিটিয়ে ছিল, সে তার জামার পকেট ভরে সেই খেজুর কুড়িয়ে নিচ্ছে আর সেখান থেকে খেজুর খাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে একটু বলবেন।
উল্লেখিত ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে দ্বীন পালনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু ব্যক্তিজীবনে খুবই দূর্দশাগ্রস্থ, ৪ বছর পূর্বে তার প্রথম স্ত্রী বাচ্চা হওয়ার পর মারা যায় যে কিনা খুবই দ্বীনদার ও চক্ষুশীতলকারী ছিল, কিছুদিন পর সে আরেক জায়গায় বিয়ে করে কিন্তু দ্বিতীয় স্ত্রী তেমন দ্বীনদার ছিলনা, তার সাথে বনিবনা না হওয়ায় সে ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্সের পর সেই স্ত্রী তার নামে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে মিথ্যা অপবাদ রটায় এবং মিথ্যা যৌতুক মামলা করে আদালতে ১ বছর পর্যন্ত হয়রানি করায়। এসব কারনে সে পড়াশোনায় খানিকটা পিছিয়ে যায়। বর্তমানে সে হালাল আয়রোজগার এবং একজন নেককার স্ত্রীর খোঁজ করছে।