১. পর্ন সাইটে অনেক সময় ইসলামের দিকে নিসবত করে ভিডিও কন্টেন্ট / ভিডিও টাইটেল বানানো হয়। কেও জানে যে এইধরণের কুফরি জিনিস পর্ন সাইটে থাকতে পারে এবং স্ক্রিনে চলে আসতে পারে, তবুও সে পর্ন সাইটে গিয়ে কুকর্ম করলে কি কাফের হবে?
২. যদি ইসলামের দিকে নিসবত করা পর্ন দেখে ফেলে এবং তা হইতে আনন্দ নেয় কুফরের নিয়ত ছাড়া, তাহলে কি কুফর হবে?
৩. যদি ১ এবং ২ পয়েন্ট এর পর্ন কন্টেন্ট চোখে পড়ে এবং আভোয়েড করে, তবে পরে অন্তরে আবার এইসব আসলে উক্ত অশ্লীল চিন্তার দ্বারা আনন্দ নেয় কুফর এর নিয়ত ছাড়া, তবে কি কুফর হবে? এই পয়েন্ট এর ক্ষেত্রে ব্যক্তি জানতো না এর দ্বারা কুফর হয় কিনা।
৪. যদি কোন ভিডিও গেম এ কুফর শিরক থাকে বা গেম এ ইসলাম কে অপমান করে বা গেম এ ইসলাম কে শয়তানের দিকে নিসবত করে, এমন গেম কেও খেললে, জেনেশুনে, কুফরের নিয়ত ছাড়া তবে কি কুফর হবে?
৫. কেও কাফির হয়ে গেলে কি কি কাজ করতে হবে ইসলামে ফিরতে হলে বিস্তারিত জানতে চাই পদক্ষেপ গুলা। কতটুকু কি করতে হবে ইত্যাদি।
৬. ১ ২ ৩ পয়েন্ট দ্বারা কি ব্যক্তির বিয়ে বাতিল হবে? এবং বাতিল হলে কি কি পদক্ষেপ গ্রহণ করলে আবার সংংসার ঠিক থাকবে?