ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এতেই নিহিত রয়েছে যে, সংসারের পুরুষরাই যথাসাধ্য কষ্ট স্বীকার করে চাকুরী করে আপন পরিবার পরিজনের দেখভাল করবে।পরিবারের দেখভাল করা ইসলামি আইন অনুসারে পুরুষদের উপর-ই ওয়াজিব। তাই অযথা পরিবারের দায়িত্ব মহিলাদের জন্য নিজের উপর না নেয়াই উচিৎ ও কাম্য।
বিশেষ কোনো কারণ বশত চাকুরী করা বা উপার্জন করা যদি সংসারের পুরুষদের জন্য অসাধ্য হয়ে যায়,তখনই নারীরা পরিবারের হাল ধরতে পারবে। তখন মহিলাটি সর্বদা পর-পুরুষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ইস্তেগফারের সাথে ফ্রি মিক্সিং পরিবেশেও চাকুরী করতে পারবে। এটা বিশেষ ক্ষেত্রে মহিলার জন্য শরীয়ত প্রদত্ত বিশেষ রুখসত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1377
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু খেয়ে বাচতে আপনার কোনো সমস্যা হচ্ছে না, তাই ফ্রিমিক্সিং পরিবেশে চাকুরী করার সুযোগ আপনার জন্য অবশিষ্ট থাকছে না। আপনার উচিত মাতাপিতাকে পর্দার গুরুত্ব সম্পর্কে বুঝানো।
(২) জাহান্নামের ভয় অন্তরে আনুন। নেককার ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করুন। আল্লাহ আপনাকে গোনাহমুক্ত থাকার তাওফিক দান করুক। আমীন।
(৩) আপনি সর্বদা তা'লিমে অংশগ্রহণ করবেন।