আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
38 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (10 points)
Assalamu alaikum
1.amr hons shes hbe 2 mash por..ami join family te boro hoyechi..amr ak bon job kore r baki dui bon mane chachato bon ora job er preparation nicche...amr nijer ak vai ache oi amr theke ak bosr er soto oi akhn hons 3rd yr e uthbe...oi biye krse..amr baba ma amke onk ksto kore pora lekha koriyeche..odr echa ami jno job kori.. Alhamdulillah din er bujh ashr por amr akhn job korar echa nai...ora akhn amr kothay ba kaje aktu hoileo bujhte prse j ami job krte chai na...tai mjhe mjhe amr ma amr samon kanna kati kore amake bujhan r baba shudhu bolen kisu blbo na tobe onk ksto pan ai ktha ble...odr ktha job hbe ki na ta to jano na tobe chesta koro r chesta krlei j hbe ta noy mane ora chay ami jno preparation nei...akhn amr ki kora uchit?? Abr amr Master’s eo vrti howar echa nai...ami akhn ki krbo ba hons shes hole ki vabe ki shuru krbo amke aktu guideline dle vlo hoto..

2.amr series /drama dkhar nesha onk chilo... Din er bujh pawar age onk dkhtm akhn dkhi na...tobe mjhe mjhe dkhe feli tokhn nijer upor rag r ksto hoy j kno akhno dkha bad dte pari nai...br br aki vul hoy.. Ki krle thik hbe??? kisu vul br br kri abr touba kri abr kri abr kharap lage r rag uthe.. Ki krbo aktu jdi blten...

3.amdr hall e talim hoy.. Age regular jawa hoito kintu beshi jawa hoy na...oisomy ami quran porar chesta kri ba onno Islamic boi nije nije porar chesta kri...akhn amr jnne ki kora vlo hbe ba uttom hbe???

1 Answer

0 votes
by (750,030 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) 
দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এতেই নিহিত রয়েছে যে, সংসারের পুরুষরাই যথাসাধ্য কষ্ট স্বীকার করে চাকুরী করে আপন পরিবার পরিজনের দেখভাল করবে।পরিবারের দেখভাল করা ইসলামি আইন অনুসারে পুরুষদের উপর-ই ওয়াজিব। তাই অযথা পরিবারের দায়িত্ব মহিলাদের জন্য নিজের উপর না নেয়াই উচিৎ ও কাম্য।
বিশেষ কোনো কারণ বশত চাকুরী করা বা উপার্জন করা যদি সংসারের পুরুষদের জন্য অসাধ্য হয়ে যায়,তখনই নারীরা পরিবারের হাল ধরতে পারবে। তখন মহিলাটি সর্বদা পর-পুরুষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ইস্তেগফারের সাথে ফ্রি মিক্সিং পরিবেশেও চাকুরী করতে পারবে। এটা বিশেষ ক্ষেত্রে মহিলার জন্য শরীয়ত প্রদত্ত বিশেষ রুখসত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1377

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু খেয়ে বাচতে আপনার কোনো সমস্যা হচ্ছে না, তাই ফ্রিমিক্সিং পরিবেশে চাকুরী করার সুযোগ আপনার জন্য অবশিষ্ট থাকছে না। আপনার উচিত মাতাপিতাকে পর্দার গুরুত্ব সম্পর্কে বুঝানো। 

(২) জাহান্নামের ভয় অন্তরে আনুন। নেককার ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করুন। আল্লাহ আপনাকে গোনাহমুক্ত থাকার তাওফিক দান করুক। আমীন।

(৩) আপনি সর্বদা তা'লিমে অংশগ্রহণ করবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 227 views
0 votes
1 answer 360 views
0 votes
1 answer 156 views
0 votes
1 answer 320 views
...