আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম।
১।বটি দিয়ে আমার বাম হাতের মাঝখানের আঙ্গুলের বাম পাশের সাইডের রগ কেটে গেছে এজন্য  অপারেশন করা লাগছে ২ দিন হয়েছে অপারেশন করা হয়েছে। আমি ইস্তিহাজাগ্রস্থ রোগী আগামীকাল ১০ দিন পূর্ণ হবে। ডাক্তার বলছে আমার আঙ্গুলে পানি লাগানো সম্পূর্ণ নিষেধ। বাম হাতে পানি নিতে গেলে আঙ্গুলে পানি চলে যায় অন্যান্য আঙ্গুলে পানি নিতে গেলেও ছিটা চলে যায়।এমতাবস্থায় আমি কিভাবে ফরজ গোসল ও ওযু করবো?

২।কোনো মেয়ে যদি পরকিয়া করে কোনো ছেলের থেকে টাকা নিয়ে তার টাকা দিয়ে স্বর্ণ কিনে সেই স্বর্ণ বেচে আমার হাসবেন্ড যদি টাকা নিতে চায় তাহলে কি জায়েজ হবে? আমিতো জানি আমি অনেক আগে একবার হাসবেন্ডকে বলছিলাম উনার সব স্বর্ণ হালাল না তারপরও নিছে এখন জানিনা খেয়াল আছে নাকি কিন্তু আবার নিতে চায় এমতাবস্থায় আমি কি করতে পারি?কারণ পরকিয়ার কথা বলা সম্ভব না। আমি ওয়াদা করেছিলাম ঐ ছেলের কথা বলবো না।কিন্তু আমি যদি আকার ইঙ্গিতে ডাইরেক্ট না বলে অন্যভাবে বুঝাই তাহকে কি জায়েজ হবে?আর ঐ ছেলের দেওয়া কিছু জিনিস আমাকেও দিছিলো+ঘুরতে গেলে অনেক সময় ঐ ছেলের টাকা খরচ করে ওগুলো কি আমার জন্য জায়েজ হবে নাকি হারাম?

কেউ যদি রেস্টুরেন্টে হালাল+হারাম খাবার বেচে আর খাবার এর টাকা দিয়ে রেস্টুরেন্টের খরচ আর কর্মচারীদের খরচ দেয় নিজে হালাল খাবারের টাকা রাখে তাহলে তার কাছে রাখা টাকা কি হারাম নাকি হালাল হবে?আর তার ব্যাবসার হারাম টাকাগুলো যদিও সে না রাখে তাহলেওতো হারাম খাবার বেচা নাজেয়েজ হবে না? সে তো হারাম টাকা দিয়ে ব্যবসা পরিচালোনা করে এইটা কি জায়েজ?তার টাকা দিয়ে যদি কোনো বাড়ি কিনে সেই বাড়ি ভাড়ার টাকা কি হালাল নাকি হারাম হবে?

অগ্রিম জাযাকাল্লাহ খইরন।

1 Answer

0 votes
by (751,320 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
فَإِنْ كَانَ الْأَكْثَرُ صَحِيحًا وَالْأَقَلُّ جَرِيحًا يُغْسَلُ الصَّحِيحُ وَيُمْسَحُ عَلَى الْجَرِيحِ إنْ أَمْكَنَهُ وَإِنْ لَمْ يُمْكِنْهُ الْمَسْحُ يَمْسَحُ عَلَى الْجَبَائِرِ أَوْ فَوْقَ الْخِرْقَةِ وَلَا يَجْمَعُ بَيْنَ الْغُسْلِ وَالتَّيَمُّمِ.
যদি শরীরের বা অজুর অঙ্গ সমূহের অধিকাংশ অংশ সুস্থ থাকে,এবং সামান্য অংশ যখমি থাকে,তাহলে সুস্থ অঙ্গ সমূহকে পানি দ্বারা ধৌত করা হবে,এবং যখমি স্থানকে মাসেহ করা হবে।যদি মাসেহ করাও সম্ভব না হয়, তাহলে ব্যান্ডেজের উপর মাসেহ করা হবে।তারপরও ধৌতকরণ এবং তায়াম্মুমকে একসাথে একই অজু বা গোসলে জমা করা যাবে না।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/53021

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাম হাতের মাঝখানের আঙ্গুল কেটে যাওয়ার দরুণ যদি তাতে পানি লাগালে সমস্যা হয়,তাহলে ঐ আঙ্গুল ব্যতিত অজু গোসলের বাদবাকি অঙ্গ ধৌত করতে হবে। আঙ্গুলকে মাসেহ করে নিলেই হবে। যদি মাসেহ করাও ক্ষতিকর হয়, তাহলে মাসেহ করা লাগবে না। এমনিতেই পবিত্রতা অর্জন হয়ে যাবে। যদি বাম হাতের আঙ্গুলে পানি লাগা ব্যতিত অজু করা সম্ভব না হয়, তাহলে শুধুমাত্র ডান হাত দ্বারা অজু গোসলের অঙ্গ সমূহ ধৌত করে নিবেন। অথবা অন্য কারো সাহায্য নিয়ে ধৌত করে নিবেন।

(২) পরক্রিয়া করে কারো কাছ থেকে কিছু গ্রহণ করা জায়েয হবে না। এরকম হাদিয়া হারাম উদ্দেশ্যে দেয়া হয়ে থাকে। এরকম হাদিয়া ফিরিয়ে দেয়া বা সদকাহ করে দেয়া ওয়াজিব। এরকম হাদিয়া স্বামীকে দিয়ে দেয়া কখনো কাম্য হবে না। আপনার স্বামী যদি গরীব হয়, তাহলে তার কাছে গোনাহের কথা প্রকাশ না করে বরং এভাবে বিষযটা গোপন রাখুন। তাওবাহ করুন। ভবিষ্যতে আর কখনো এই গোনাহের ধারেকাছেও যাবেন না। আর স্বামী ধনী হলে কৌশলে নিয়ে এসে সদকাহ করে দিন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1382

(৩) যেই রেস্টুরেন্টে হালাল হারাম ব্যবসা রয়েছে, সেই ইনকাম থেকে কিছুই গ্রহণ করা জায়েয হবে না। যদি এই জাতীয় ব্যবসার মালিক স্বামী হয়, তাহলে স্ত্রীর জন্য জরুরত পর্যন্ত গ্রহণ করা জায়েয। অতিরিক্ত গ্রহন করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
reshown by
আসসালামু আলাইকুম। 
১।ডান হাত দিয়েতে সব অঙ্গে পানি পৌছানো সম্ভব না বিশেষ করে ডান হাতের কবজি পর্যন্ত। যেহেতু আমি ইস্তিহাজাগ্রস্থ তাই আমারতো প্রতি ওয়াক্তে ওযু করতে হয় আর এভাবেও আমি বেশিক্ষণ ওযু রাখতে পারিনা এমন কেউ নেই প্রতিবার ওযু করিয়ে দিবে।তাহলে কি ডান হাতের কবজি পর্যন্ত পানি না পৌঁছাতে পারলেও হবে?আর অন্যান্য অঙ্গ প্রতঙ্গে যেহেতু এক হাত দিয়ে ওযু করবো প্রয়োজনের বেশি পানি খরচ হলে গোনাহ হবে?
২।আমি না আমার হাসবেন্ড এর এক বোন পরকিয়ার টাকা দিয়ে গোল্ড করেছে।সেই গোল্ড আমার হাসবেন্ড বিক্রি করতে চায়।আমি তার বোনকে ওয়াদা করেছিলাম যে ঐ ছেলের কথা উনার ভাইকে বলবোনা।কিন্তু আমি কিছু না বললে আমার হাসবেন্ড নিবেই। তাই কি আকার ইঙ্গিতে বলতে পারবো ডাইরেক্ট না বলে?আর ঐ ছেলের দেওয়া জিনিস আমাকেও আরোও আগে কিছু জিনিস দিছিলো ঐগুলো ব্যবহার করে ফেললে কি আমার জন্য ধারনা করে সদকাহ করে দেওয়া ওয়াজিব হবে?দাম বা প্রোডাক্ট সম্পর্কে সব খেয়াল নেই যেহেতু বেশিরভাগ বিদেশ থেকে পাঠায় তাই ধারনা করে দেওয়ার কথা বলছি।
৩।যদি রেস্টুরেন্টে বিক্রিত শুধু হালাল খাবারের নিজে টাকা গ্রহণ করে সেগুলোও কি হারাম হবে?আর এই টাকা দিয়ে বাড়ি কিনলে সেই বাড়ির ভারার টাকাও কি হারাম হবে?
এগুলো জানা দরকার ছিলো তাই আফওয়ান আবার প্রশ্ন করার জন্য।
জাযাকাল্লাহ খইরন ফিদ্দুনইয়া ওয়া আখিরহ।
by (751,320 points)
(১) ডান হাতের কবজি পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব না হলে, যেকোনো এক আঙ্গুল বা হাতের তালু দ্বারা যৎসামান্য পানি নিয়ে ডান হাতের কব্জি পর্যন্ত মাসেহ করে দিবেন।
 আর অন্যান্য অঙ্গ প্রতঙ্গে যেহেতু এক হাত দিয়ে ওযু করবেন, তাই প্রয়োজনের বেশি পানি খরচ হলে গোনাহ হবে না।
by (751,320 points)
(২) স্বামী অবগত হওয়ার পূর্বে এগুলো দান করে দিবেন।
by (751,320 points)
(৩) নিশ্চিতরূপে জানা থাকলে হালাল খাবারের টাকা আপনার জন্য হালাল হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...