আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
‌১. পায়ে ব্লাস্টার এর কারণে ওযুর সময় শুধু ব্লাস্টার করা পায়ে মাসেহ করি তবে ঐ ওযু দিয়ে একাধিক ওয়াক্তের নামাজ পড়া যাবে?
২. আমার হাফপ্যান্টে ফুটবল লোগো আছে আর এই লোগোতে একটি মানুষের কার্টুন ছবি আছে যার চেহারা হালকা দূর থেকে দেখলে এর চোখ মুখ নাক স্পষ্ট বুঝা যায় না তবে এর সতর খোলা।তা ফুল প্যান্ট এর নিচে পরা কি জায়েয?
৩. জানাযার নামাজে কোনো মুসল্লির নামাজ ভঙ্গের কারণ ঘটল।এর কারণে পরবর্তীতে তাকে কি তা কাযা করতে হবে?
৪. নামাজে যদি খাবারের কণা মুখ থেকে থুথু নিক্ষেপের মত ফালানো হয় তবে কি নামাজ ভেঙ্গে যাবে এবং এতে কি গুণাহ হবে?
৫.নামাজের মধ্যে যদি মসজিদে পরে থাকা ময়লা বা খাদ্যকণা যা নিজের মুখ থেকে বের হয়েছে তা উঠিয়ে পরিষ্কার করা কি ওয়াজিব?
৬. ৫ নং প্রশ্নে বর্ণিত কাজটি যদি নামাজ এর মধ্যে করি তবে নামাজ কি ভেঙ্গে যাবে এবং গুণাহ হবে?
৭. আমি একবার অন্য বাথরুমে (নিজের বাথরুমে নয়) প্রস্রাব করতে গিয়েছিলাম ওখানে বালতির পানিতে টিকটিকির পায়খানা দেখলাম।এটা হয়ত পরিষ্কার করা হয়েছে কিন্তু পাক করার পদ্ধতি প্রয়োগ করা হয়েছে কিনা জানিনা।এখন পরবর্তীতে তা ব্যাবহার করা জায়েয হবে?
৮. আল্লাহর প্রতি সুধারণা কিভাবে রাখবো?
৯. কেউ যদি বলল আমি আল্লাহর সমর্থক বা বলল আমি রাসুলের সমর্থক । তবে তা আল্লাহ ও রাসূলের শান পরিপন্থী হবে?
১০. পর্ণ ও হস্তমৈথুন থেকে বের হওয়ার জন্য lust manager নামে একটা এপ আছে।যা মুসলিমদের তৈরি।এটি ব্যাবহার করা জায়েয হবে পর্ণ ও হস্তমৈথুন থেকে বের হতে?
এই বিষয়ে জানতে ‌:
https://youtube.com/playlist?list=PL1HuE47SC7JQyE49lmduCxBlWCfOsS4o9&si=6oICndbYuPUXSJ4x
১১.আম্মু কোন খাবার অপ্রয়োজনীয় বা বেশি খেতে নিষেধ করল (যেমন নিমকি,চানাচুর) ।তা খেলে কি ইবাদত কবুল হবে?
১২. যদি কেউ হস্তমৈথুন করতে গিয়ে তেল,সাবান,ক্রিম ব্যাবহার করে তবে এতে এগুলো শুধুই অপচয় হয়। এরজন্য তার বাবাকে তো নতুন তেল,ক্রিম,সাবান কিনতে হয়। হস্তমৈথুন তো গুণাহ কিন্তু আমার প্রশ্ন এই তেল,ক্রিম,সাবান অপচয় এর ফলে কি পিতার হক নষ্ট হয়েছে?
১৩.স্কুলে যোহরের ফরজ নামাজের ইমামতিতে কি কারণে যেন সাহু সিজদা দিয়েছিলাম। নামাজ শেষে একজন মুসল্লি বলে আমি নাকি পাঁচ রাকাত নামাজ পড়েছি। এখন আমার নামাজ কি হয়েছে যদি পাঁচ রাকাত পড়ে থাকি?