আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,


‌১. পায়ে ব্লাস্টার এর কারণে ওযুর সময় শুধু ব্লাস্টার করা পায়ে মাসেহ করি তবে ঐ ওযু দিয়ে একাধিক ওয়াক্তের নামাজ পড়া যাবে?

২. আমার হাফপ্যান্টে  ফুটবল লোগো আছে আর এই লোগোতে একটি মানুষের কার্টুন ছবি আছে যার চেহারা হালকা দূর থেকে দেখলে এর চোখ মুখ নাক স্পষ্ট বুঝা যায় না তবে এর সতর খোলা।তা ফুল প্যান্ট এর নিচে পরা কি জায়েয?

৩. জানাযার নামাজে কোনো মুসল্লির নামাজ ভঙ্গের কারণ ঘটল।এর কারণে পরবর্তীতে তাকে কি তা কাযা করতে হবে?

৪. নামাজে যদি খাবারের কণা মুখ থেকে থুথু নিক্ষেপের মত ফালানো হয় তবে কি নামাজ ভেঙ্গে যাবে এবং এতে কি গুণাহ হবে?

৫.নামাজের মধ্যে যদি মসজিদে পরে থাকা ময়লা বা খাদ্যকণা যা নিজের মুখ থেকে বের হয়েছে তা উঠিয়ে পরিষ্কার করা কি ওয়াজিব?

৬. ৫ নং প্রশ্নে বর্ণিত কাজটি যদি নামাজ এর মধ্যে করি তবে নামাজ কি ভেঙ্গে যাবে এবং গুণাহ হবে?

৭.  আমি একবার অন্য বাথরুমে (নিজের বাথরুমে নয়) প্রস্রাব করতে গিয়েছিলাম ওখানে বালতির পানিতে টিকটিকির পায়খানা দেখলাম।এটা হয়ত পরিষ্কার করা হয়েছে কিন্তু পাক করার পদ্ধতি প্রয়োগ করা হয়েছে কিনা জানিনা।এখন পরবর্তীতে তা ব্যাবহার করা জায়েয হবে?

৮. আল্লাহর প্রতি সুধারণা কিভাবে রাখবো?

৯. কেউ যদি বলল আমি আল্লাহর সমর্থক বা বলল আমি রাসুলের সমর্থক । তবে তা আল্লাহ ও রাসূলের শান পরিপন্থী হবে?

১০. পর্ণ ও হস্তমৈথুন থেকে বের হওয়ার জন্য lust manager নামে একটা এপ আছে।যা মুসলিমদের তৈরি।এটি ব্যাবহার করা জায়েয হবে পর্ণ ও হস্তমৈথুন থেকে বের হতে?

এই বিষয়ে জানতে ‌:
https://youtube.com/playlist?list=PL1HuE47SC7JQyE49lmduCxBlWCfOsS4o9&si=6oICndbYuPUXSJ4x

১১.আম্মু কোন খাবার অপ্রয়োজনীয় বা বেশি খেতে নিষেধ করল (যেমন নিমকি,চানাচুর) ।তা খেলে কি ইবাদত কবুল হবে?

১২. যদি কেউ হস্তমৈথুন করতে গিয়ে তেল,সাবান,ক্রিম ব্যাবহার করে তবে এতে এগুলো শুধুই অপচয় হয়। এরজন্য তার বাবাকে তো নতুন তেল,ক্রিম,সাবান কিনতে হয়। হস্তমৈথুন তো গুণাহ কিন্তু  আমার প্রশ্ন এই তেল,ক্রিম,সাবান অপচয় এর ফলে কি পিতার হক নষ্ট হয়েছে?

১৩.স্কুলে যোহরের ফরজ নামাজের ইমামতিতে কি কারণে যেন সাহু সিজদা দিয়েছিলাম। নামাজ শেষে একজন মুসল্লি বলে আমি নাকি পাঁচ রাকাত নামাজ পড়েছি। এখন আমার নামাজ কি হয়েছে যদি পাঁচ রাকাত পড়ে থাকি?

1 Answer

0 votes
by (750,030 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) পায়ে ব্লাস্টার এর কারণে ওযুর সময় শুধু ব্লাস্টার করা পায়ে মাসেহ করা হলে ঐ ওযু দিয়ে একাধিক ওয়াক্তের নামাজ পড়া যাবে।

(২) হাফপ্যান্টে ফুটবল লোগো আছে আর এই লোগোতে একটি মানুষের কার্টুন ছবি আছে যার চেহারা হালকা দূর থেকে দেখলে এর চোখ মুখ নাক স্পষ্ট বুঝা যায় না, তবে এর সতর খোলা। এখন এটাকে ফুল প্যান্ট এর নিচে পরা জায়েয হবে।

(৩) জানাযার নামাজে কোনো মুসল্লির নামাজ ভঙ্গের কারণ ঘটল।এর কারণে পরবর্তীতে তাকে আর কাযা করতে হবে না। বরং মাইয়্যিতের জন্য দু'আ করবে। জানাযার নামাযের কোনো কাযা নেই।

(৪) নামাজে যদি খাবারের কণা মুখ থেকে থুথু নিক্ষেপের মত করে ফেলা হয়, তাহলে নামাজ ভঙ্গ হবে না। 

(৫) মসজিদে পরে থাকা ময়লা বা খাদ্যকণা যা নিজের মুখ থেকে বের হয়েছে তা উঠিয়ে মসজিদ পরিষ্কার করা ওয়াজিব। 

(৬) ৫ নং প্রশ্নে বর্ণিত কাজটি যদি নামাজ এর মধ্যে হয়, তাহলে নামাজ ভেঙ্গে যাবে।তব গোনাহ হবে না।

(৭) সন্দেহজনক যেহেতু তাই ব্যবহার করা যাবে না।

(৮) আল্লাহর প্রতি সুধারণা কিভাবে রাখবেন, সেটা আয়ত্বে আনতে আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে দীর্ঘদিন উঠাবসা করবেন। তাহলে বিষয়টা আয়ত্বে আসবে।

(৯) কেউ যদি বলল আমি আল্লাহর সমর্থক বা বলল আমি রাসুলের সমর্থক । এভাবে বলা সালাফে সারেহীনদের ত্বরিকার উল্টো।

(১০)  lust manager এ যদি হারাম কিছু না থাকে, তাহলে ব্যবহার করতে পারবেন।


(১১)  ইবাদত কবুল হবে।

(১২) জ্বী, পিতারও হক নষ্ট হয়েছে।

(১৩) যদি পাঁচ রাকাত পড়ে থাকেন, এবং ৪র্থ রাকাতে বৈঠক করেন, তাহলে নামায হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...