বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কবিরাজ বলেছেন, 'উনি মানুষের সম্পর্কে সব জানেন, কখন কি চিন্তা করছে বা জীবনে কখন কি করেছিলো।'
এগুলো শতভাগ মিথ্যা কথা।
এগুলো কখনই সম্ভব হবে না।
(২) এরকম জানা কখনই সম্ভবপর হবে না।
(৩) জ্বীনের মাধ্যমে মানুষের কল্যাণমূলক কাজ জায়েয। তবে অকল্যাণ মূলক কিছুই জায়েয হবে না।
(৪) ভবিষ্যতে কষ্ট পেতে হবে, কবিরাজ কর্তৃক এভাবে বলাটা শিরকের অন্তর্ভুক্ত। তাছাড়া মানুষের মৃত্যুর দিন নির্ধারন করে দেয়ার দাবী করা মু্র্খতা ছাড়া কিছুই নয়। এগুল শিরকের অন্তর্ভুক্ত।
(৫) বিনা কারণে কারো উপর অভিশাপ দেয়া জায়েয হবে না। হ্যা, মাজলুমের জন্য জায়েয হবে।
(৬) প্রশ্নের বিবরণমতে এগুলোও গীবতের অন্তর্ভুক্ত। এগুলো শ্রবণ করাও গীবত।
(৭) পরিবারের পুরুষ সদস্য যখন নারী সদস্যদের বলেন যে নিজে উপার্জন করে নিজের খরচ করো, শখ পূরন করো। তখন নারীদের জন্য উচিত, সাথে সাথেই প্রতিবাদ করা। এবং পুরুষদেরকে হেকমতের সাথে বুঝানো।
(৮) জ্বীনেরা কোনো মানুষের জীবনের অতীতে ঘটা সবকিছু, বর্তমান চিন্তা ও ঘটনা জানতে পারবে না। তবে যেহেতু তারা আড়াল থেকে আমাদেরকে দেখতে পারে, তাই কিছু দেখে এবং কিছু আন্দাজ করে বলতে পারে।