আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
আমি জানতে চাচ্ছিলাম যে, পিতা মাতার মধ্যে সবচেয়ে বেশি কার কথা শোনা উচিৎ, আর দেখা যায় পিতা মাতা দুইজনে দুইরকম করতে বলে সন্তানকে, তখন সন্তানের কার কথা শোনা উচিৎ, দেখা যায় মা একটা বলে আর বাবা আরেকটা বলে,এখন যদি বাবার কথা না শুনে মায়েরটা শুনে, তাহলে বাবা রাগ করে, আবার এমনও হয় যে, বাবার কোন কিছু মায়ের পছন্দ না হলে সন্তানকে বলে বাবাকে বলতে যে,বাবা যেন এরকম কাজ কখনো না করে,যেমন দেখা যায় বাবা একটা বাজার নিয়ে আসলো আর মায়ের পছন্দ হলো না সাথে সন্তানেরও পছন্দ হয় না,তখন মা সন্তানকে বলে এরকম বলতে বাবাকে যে,এইধরনের বাজার আমাদের পছন্দ হয় না তুমি এই ধরনের বাজার কখনো আনবা না,এই নিয়ে অনেক সময় সন্তানকে বাবার সাথে তর্ক করতে হয়, কিন্তু সন্তান চায় না যে,মা বাবার সাথে তর্ক করতে, এইধরনের পরিস্থিতি সন্তানের কি করা উচিৎ, একটা সমাধান দিলে মুনাসিব হয়, ইনশাআল্লাহ।