আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে।

১.ফ্রী মিক্সিং কোনটা সে বিষয়ে আমার আইডিয়া কম।কোনটা ফ্রী মিক্সিং আর কোনটা নয় এটা বুঝছি না।বুঝিয়ে বলবেন প্লিজ।

২.সহশিক্ষায় পড়ছি।ক্লাসে মেয়েদের একটা গ্রুপ আছে আমাদের।ওদের সাথেই বসি চলাফেরা করি।ছেলেদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না।এটা কি ফ্রী মিক্সিং হবে?

৩.ক্লাসে লাস্ট ক্লাস উপলক্ষে কেক কাটা হবে।টিচাররা থাকবেন।ক্লাসের ছেলে মেয়ে সবাই থাকবে।আমি মেয়েদের সাথেই থাকি ক্লাসে।এই প্রোগ্রামটায় থাকা কি আমার জন্য বৈধ হবে?ক্লাস শেষ হওয়ার পর ক্লাসেই হবে এটা। এটা কি ফ্রী মিক্সিং?
৪.বিভিন্ন সেমিনারে পুরুষ বক্তা থাকেন।অডিয়েন্সে। ছেলেরাও থাকে।আমি যদি মেয়েদের সাথে বসে সেমিনারে এটেন্ড করি এটা কি জায়েজ হবে?

৫.ফ্যামিলিতে মাঝে মাঝে কাজিনরা সহ ঘুরতে /রেস্টুরেন্টে যাই।সেখানে তাদের হাজব্যান্ডও থাকে।তাদের সাথে দূরত্ব বজায় রেখে কি যেতে পারব তাদের সাথে?

৬.ধরুন একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে ছেলে মেয়ে সবাই আছে।আমি যদি সেই প্রোগ্রামে মেয়েদের সাথেই থাকি শুধু আর ছেলেদের সাথে দূরত্ব বজায় রাখি সেটা কি জায়েজ হবে?

৭.ভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সহ বাধ্যতামূলক কিছু ভিজিট আছে।এক্ষেত্রে কি ছেলেদের সাথে দূরত্ব বজায় রেখে যাওয়া যাবে?যেখানে আমি আমার মেয়ে ফ্রেন্ড দের সাথেই থাকব।(সফর দূরত্ব এর বেশি দূরে পড়াশোনা করি,এই ভিজিট গুলোও সফর দূরত্বের বেশি)
৮.যেহেতু বাইরে থাকি নিজের খরচ নিজেকেই করতে হয়।সেক্ষেত্রে দোকানদার এর সাথে কথা বলা,রিকশাওয়ালাদের সাথে কন্টাক এর এপ্রোচ কেমন হওয়া উচিত?
৯.অনেক সময় দেখা যায় আমার সাথে মাহরাম/মহিলা কেউ থাকলেও তাদের থেকে আমার কমিউনিকেশন স্কিল ভালো হয়,ইজিয়েস্ট ওয়েতে হ্যান্ডেল করতে পারি সব। তাদের ক্ষেত্রে তারা হয় অনেক সময় বুঝাতেই পারে না,অথবা টাইম বেশি লাগিয়ে দেয়।এক্ষেত্রে কি আমি কমিউনিকেশন করতে পারব ননমাহরাম কারোর সাথে তাদের উপস্থিতিতে?
১০.পুরুষ সুপারভাইজার এর আন্ডারে কয়েকজন মেয়ে মিলে রিসার্চ করতে পারব?

১১.মাঝে মাঝে দেখা যায় অনেক আমল করছি,আবার মাঝে মাঝে অসুস্থতা, শরীর খারাপ এর জন্য ফরজ টুকু করছি।আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট?
by (751,320 points)
নামটা পরিবর্তন করে নিবেন। 'গোনাহগার' কোনো নাম হতে পারে না।

1 Answer

0 votes
by (751,320 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফ্রি মিক্সিং পরিবেশ বলতে এমন পরিবেশকে বুঝায়,যেখানে নারী পুরুষের অবাধ বিচরণ থাকে।নারী পুরুষ শঙ্কাহীনভাবে বিপরিত লিঙ্গের সাথে বিবাহবহির্ভূত রাসালাপে লিপ্ত হয়,এবং গল্পগুজবে লিপ্ত হয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1904


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যেখানে নারী পুরুষের বিচরন রয়েছে,একসাথে উঠাবসা ও কাজকর্ম রয়েছে সেটাই ফ্রিমিক্সিং। যেমন গার্মেন্টস, কলেজ-ভার্সিটি ইত্যাদি। 

(২) প্রশ্নের বিবরণমতে যেহেতু নারী পুরুষের একসাথে শিক্ষা ব্যবস্থা।তাই এটাও ফ্রিমিক্সিং এর আওতাধীন। বিপরীত লিঙ্গের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা ও দেখাসাক্ষাৎ না হলে তো গোনাহ হবে না।

(৩) জ্বী, এটাও ফ্রিমিক্সিং। 

(৪) সেমিনারে পুরুষ বক্তা থাকেন।অডিয়েন্সে  ছেলেরাও থাকে।এমতাবস্থায় মেয়েদের সাথে বসে সেমিনারে এটেন্ড করাও জায়েয হবে না।

(৫) ফ্যামিলিতে মাঝে মাঝে কাজিনরা সহ ঘুরতে /রেস্টুরেন্টে যাওয়া হয়।সেখানে তাদের হাজব্যান্ডও থাকে।তাদের সাথে দূরত্ব বজায় রেখে যাওয়া যাবে না। 

(৬)  প্রোগ্রাম হচ্ছে যেখানে ছেলে মেয়ে সবাই আছে, যদি সেই প্রোগ্রামে মেয়েদের সাথেই থাকা হয় শুধু আর ছেলেদের সাথে দূরত্ব বজায় রাখা হয়, তাহলে সেটাও জায়েয হবে না।

(৭) ভার্সিটি থেকে যেইসব ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বাধ্যতামূলক- না গেলে না হয়- সেগুলোতে নিজের পর্দা পুশিদা হেফাজত করার শর্তে রুখসতযোগ্য। বাধ্যতামূলক না হলে যাওয়া যাবে না।

(৮) বাসার বাহিরে একাকি থাকলে একসাথে খরচ করে নিতে হবে। প্রচলিত হোষ্টেল সমূহে অবস্থান করা সম্পূর্ণ অনিরাপদ। এক্ষেত্রে দৈনিক পর্দার খেলাফ হওয়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান।

(৯) প্রশ্নের বিবরণমতে রুক্ষ ভাষায় অতিপ্রয়োজনীয় কথা বলতে পারবেন।তবে ফিতনার আশঙ্কা থাকলে তখন পারবেন না।

(১০) পুরুষ সুপারভাইজার এর আন্ডারে কয়েকজন মেয়ে মিলে রিসার্চ করা যদি বাধ্যতামূলক হয়, তাহলে নিজের চক্ষুকে হেফাজত করে রুক্ষ ভাষা ব্যবহার করে আপাতত করতে পারবেন।

(১১) রব অসন্তুষ্ট মনে করা যাবে না। তবে সর্বদা আমলে উন্নতি নিয়ে আসার চেষ্টা করতে হবে।

বিঃদ্র
আপনি সহশিক্ষা ও ফ্রিমিক্সিং এর মূল বিষয় সম্পর্কে অবগত নন এজন্য এসব প্রশ্ন অন্তরে জাগ্রত হচ্ছে। নারীদের বেলায় মূল কথা হচ্ছে, তারা ঘরেই অবস্থান করবে। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে কখনই যাবে না। নিজের ঈমান আমলের পরিপূর্ণ হেফাজত সম্ভব না হলে সহশিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ কখনই জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...