ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফ্রি মিক্সিং পরিবেশ বলতে এমন পরিবেশকে বুঝায়,যেখানে নারী পুরুষের অবাধ বিচরণ থাকে।নারী পুরুষ শঙ্কাহীনভাবে বিপরিত লিঙ্গের সাথে বিবাহবহির্ভূত রাসালাপে লিপ্ত হয়,এবং গল্পগুজবে লিপ্ত হয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1904
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যেখানে নারী পুরুষের বিচরন রয়েছে,একসাথে উঠাবসা ও কাজকর্ম রয়েছে সেটাই ফ্রিমিক্সিং। যেমন গার্মেন্টস, কলেজ-ভার্সিটি ইত্যাদি।
(২) প্রশ্নের বিবরণমতে যেহেতু নারী পুরুষের একসাথে শিক্ষা ব্যবস্থা।তাই এটাও ফ্রিমিক্সিং এর আওতাধীন। বিপরীত লিঙ্গের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা ও দেখাসাক্ষাৎ না হলে তো গোনাহ হবে না।
(৩) জ্বী, এটাও ফ্রিমিক্সিং।
(৪) সেমিনারে পুরুষ বক্তা থাকেন।অডিয়েন্সে ছেলেরাও থাকে।এমতাবস্থায় মেয়েদের সাথে বসে সেমিনারে এটেন্ড করাও জায়েয হবে না।
(৫) ফ্যামিলিতে মাঝে মাঝে কাজিনরা সহ ঘুরতে /রেস্টুরেন্টে যাওয়া হয়।সেখানে তাদের হাজব্যান্ডও থাকে।তাদের সাথে দূরত্ব বজায় রেখে যাওয়া যাবে না।
(৬) প্রোগ্রাম হচ্ছে যেখানে ছেলে মেয়ে সবাই আছে, যদি সেই প্রোগ্রামে মেয়েদের সাথেই থাকা হয় শুধু আর ছেলেদের সাথে দূরত্ব বজায় রাখা হয়, তাহলে সেটাও জায়েয হবে না।
(৭) ভার্সিটি থেকে যেইসব ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বাধ্যতামূলক- না গেলে না হয়- সেগুলোতে নিজের পর্দা পুশিদা হেফাজত করার শর্তে রুখসতযোগ্য। বাধ্যতামূলক না হলে যাওয়া যাবে না।
(৮) বাসার বাহিরে একাকি থাকলে একসাথে খরচ করে নিতে হবে। প্রচলিত হোষ্টেল সমূহে অবস্থান করা সম্পূর্ণ অনিরাপদ। এক্ষেত্রে দৈনিক পর্দার খেলাফ হওয়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান।
(৯) প্রশ্নের বিবরণমতে রুক্ষ ভাষায় অতিপ্রয়োজনীয় কথা বলতে পারবেন।তবে ফিতনার আশঙ্কা থাকলে তখন পারবেন না।
(১০) পুরুষ সুপারভাইজার এর আন্ডারে কয়েকজন মেয়ে মিলে রিসার্চ করা যদি বাধ্যতামূলক হয়, তাহলে নিজের চক্ষুকে হেফাজত করে রুক্ষ ভাষা ব্যবহার করে আপাতত করতে পারবেন।
(১১) রব অসন্তুষ্ট মনে করা যাবে না। তবে সর্বদা আমলে উন্নতি নিয়ে আসার চেষ্টা করতে হবে।
বিঃদ্র
আপনি সহশিক্ষা ও ফ্রিমিক্সিং এর মূল বিষয় সম্পর্কে অবগত নন এজন্য এসব প্রশ্ন অন্তরে জাগ্রত হচ্ছে। নারীদের বেলায় মূল কথা হচ্ছে, তারা ঘরেই অবস্থান করবে। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে কখনই যাবে না। নিজের ঈমান আমলের পরিপূর্ণ হেফাজত সম্ভব না হলে সহশিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ কখনই জায়েয হবে না।