আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
" বাল " শব্দটা নিয়ে বিস্তারিত না জেনে বাল বলে গালি দিলে কি ঈমানে সমস্যা হয়? কোরআন অস্বীকার করার কথা চিন্তাও করা যায় না কিন্তু কোরআনে বাল দেবতা নিয়ে কিছু আছে সেটা নিয়ে না জেনে বললে কি কিছু হয়?মানুষ ফেসবুকে বা রিলসে বলত এসব বলা যায় না কিন্তু ফেসবুকে তহ অনেকে অনেক কিছু বলে কোন হুজুরে বা বড় হুজুরের মুখে শুনে নি বিধায় ভাবত ধরেন এমনিতে বলতেছে মনে হয় এমন চিন্তা আসলে বা ভাবলে কিন্তু অবিশ্বাস করা বা কুরআন অস্বীকার করার মত এমন চিন্তা ও করত না।এমন হলে কি ঈমানে সমস্যা হবে?মুখ দিয়ে কোন দিন বলেছে কিনা জানে না কিন্তু প্রায় সময় বাল বলা হত কিন্তু গালির উদ্দেশ্যে।