আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
‌১. ওয়াটসআপে নন-মাহরাম নারীকে ব্লক করতে গিয়ে ভুল করে ব্লকের সাথে রিপোর্ট দিয়ে ফেলেছি।এখন এতে কি তার হক নষ্ট হয়েছে? তার কাছে কি ক্ষমা চাইতে হবে?
২.যদি নামাজে ভুল করে সাহু সিজদা দেওয়া শুরু করলাম কিন্তু মাঝপথে তা বুঝতে পারলাম।ঐ সময় আমার করণীয় কি?(বি:দ্র: নামাজে কোনো ভুল হয়নি)
৩. যদি না জেনে কারো জিনিস ব্যাবহার করি। তবে তার জন্য যদি ৫-১০ টাকা যদি ছাদকা করি তবে কি আমি দায়মুক্ত হবো?
৪.কোন ব্যাক্তি এক বা একাধিক গুণাহে লিপ্ত। কিন্তু সে তা ছাড়ার চেষ্টা করছে।সে কি দাওয়াতি কাজের জন্য ঐ গুণাহ থেকে মানুষ কে সতর্ক করতে পারবে? যেমন কেউ হস্তমৈথুন করে কিন্তু সে তা ছাড়তে চায়।সে প্রত্যেকবার হস্তমৈথুন এর পর তওবা করে।সে দৃঢ় সিদ্ধান্ত নেয় হস্তমৈথুন করবে না। কিন্তু ১ বা ২ দিন পর সে তা করে বসে।এখন সে কি মানুষকে হস্তমৈথুন না করার জন্য দাওয়াতি কাজের উদ্দেশ্যে আহ্বান করতে পারবে?
৫. নামাজে সাহু সিজদা দিতে ভুলে গিয়ে সালাম ফিরাই। সালাম ফিরানোর পর আমি উঠতে নিয়েছিলাম আর কোনো কথা বলিনি (তখনো পুরোপুরি উঠিনি)।পরে মনে করার পর আবার সাহু সিজদা দিয়ে তাশাহুদ দরূদ ইত্যাদি পড়ে সালাম ফিরাই। নামাজ কি হয়েছে?(ফজরের সুন্নত ৪ ই ডিসেম্বর ২০২৫)
৬. যদি পাশের রুমে স্বামী স্ত্রী সহবাস করে আর কেউ যদি আড়িপেতে শুনে তবে কি বান্দার হক নষ্ট হবে?
৭.খেলতে গিয়ে যদি মাগরিব এর জামাতের ১ম রাকাত যদি মিস হয় তবে কি গুণাহ হবে?
৮.খেলার সময় আমরা দুই টিমে ছিলাম। আমার টিমে একজন আউট হয়েছিল কিন্তু অপর টিম তা বুঝতে পারেনি।তাই সে খেলা চালিয়ে যেতে থাকে। অবশ্য ম্যাচে আমার টিম হেরেছিল।এখন এই কারণে কি অপর টিমের হক নষ্ট হয়েছে?(আমি সম্ভবত ক্যাপ্টেন ছিলাম)
৯. ৮ নং প্রশ্ন বর্ণ অবস্থায় যদি হক নষ্ট হয়ে থাকে আমার করণীয় কি?
১০. আমার আম্মু অনেক সময় আমার ফোনে আন্টি, আমার কাজিনদের সাথে কথা বলে।এই কারণে তাদের সাথে ওয়াটসআপ,ইমু ও ফোন কনটেক্টে এড থাকা কি জায়েয?(আমি তাদের সাথে কথা বলিনা ও কোনো ফেতনার আশঙ্কা নাই)
১১. খাবারে ফু দিয়ে খাওয়া কি মাকরুহ?
১২. যদি কেউ নামাজ পড়ার সময় বসার জায়াগায় ভুল করে দাঁড়িয়ে যায় কিন্তু পুরোপুরি দাড়ায়নি।এরপর সে ভুল বুঝতে পেরে বসে পরে। এক্ষেত্রে তাকে কি সাহু সিজদা দিতে হবে?