আমার পরিচিত এক ভাই তার স্ত্রীকে রাগের মাথায় এক তালাক দে, তারপর প্রায় চার বছর পর আবার কোন এক কারণে তালাক দে, আবার ছয় মাস বা এক বছর পর মুখ দিয়ে তালাক আচরণ করে ফেলে, এইভাবে দীর্ঘদিন পরপর তালাক দে, কিন্তু তার স্ত্রী বলে সে শুনেছে কিন্তু তার হাজবেন্ড বলে সে তালাক দেয় নাই,তার হাজবেন্ড বলে প্রথমে নাকি এক তালাক দিছে আর কোন তালাক দেয় নাই,,সে ক্ষেত্রে কি তালাক হয়ে যাবে??আর সে ক্ষেত্রে কি করার আছে একটু যদি দয়া করে বলতেন??