আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
11 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আমার পরিচিত এক ভাই তার স্ত্রীকে রাগের মাথায় এক তালাক দে, তারপর প্রায় চার বছর পর আবার  কোন এক কারণে তালাক দে, আবার ছয় মাস বা এক বছর পর  মুখ দিয়ে তালাক আচরণ করে ফেলে, এইভাবে দীর্ঘদিন পরপর তালাক দে, কিন্তু তার স্ত্রী বলে সে শুনেছে কিন্তু তার হাজবেন্ড বলে সে তালাক দেয় নাই,তার হাজবেন্ড বলে প্রথমে নাকি এক তালাক দিছে আর কোন তালাক দেয় নাই,,সে  ক্ষেত্রে কি তালাক হয়ে যাবে??আর সে ক্ষেত্রে কি  করার আছে একটু যদি দয়া করে বলতেন??

1 Answer

0 votes
ago by (741,060 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহিলা নিজের ব্যাপারে কাযী সাহেবের স্থলাভিষিক্ত। মহিলা যখন তালাক জিহার ইত্যাদি সম্পর্কে জেনে যাবে বা অথবা মহিলাকে কোনো নির্ভরযোগ্য মানুষ তালাক কিংবা জিহারের সংবাদ প্রদাণ করবে, তখন মহিলার জন্য স্বামীকে সহবাসের সুযোগ দেওয়া জায়েয হবে না। স্ত্রী তালাক জিহার তথা হারাম জানার পরও স্বামীকে সহবাসের সুযোগ দিলে এবং এই শারীরিক সম্পর্ককে চলমান রাখলে কবিরা গোনাহ হবে। 
مأخَذُ الفَتوی
كما في البحر الرائق: والمرأة كالقاضي إذا سمعته أو أخبرها عدل لا يحل لها تمكينه (إلى قوله) أنها ترفع الأمر إلى القاضي فإن لم يكن لها بينة يحلفه فإن حلف فالإثم عليه الخ ( باب الطلاق الصريح الخ، ج ۳، ۲۵۷،ط: ماجدية )-
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/120671

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু স্বামী পরপর তিন বা তিনের অধিকবার তালাক দিয়েছে, স্ত্রী স্বীকার করলেও স্বামী যেহেতু স্বীকার করছে না, তাই স্ত্রীর জন্য স্বামীর সাথে একান্ত সময় অতিবাহিত করা জায়েয হবে না। এমনকি স্ত্রীর উপর ওয়াজিব যে, সামাজিকভাবে বিচ্ছেদ হওয়ার যাবতীয় চেষ্টা প্রচেষ্টা সে করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...