ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) রোজা রাখার জন্য যদি সেহরি খাইতে খাইতে আযান দেয় বা ঐ অবস্থায় মুখে খাবার আছে কিছুটা, তাহলে খাবার ফেলে দিতে হবে। এবং তখন থেকেই রোযার নিয়ত করতে হবে।
(২) নফল রোজা আর ফরজ রোজার ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য হবে।
(৩) রাত থেকে নিয়ত করতে হবে। এ রোযাগুলি হল,(১) রমজানের কাযা রোযা (২)অনির্দিষ্ট নযরের রোযা (৩)নির্দিষ্ট নযরের রোযার কাযা রোযা (৪) নফল রোযাকে ভঙ্গ করার পর কাযা করা(৫) কাফফারার রোযা সমূহ যেমন,(ক) জিহারের কাফফারা,(খ) হত্যার কাফফারা,(গ) কসমের কাফফারা,(ঘ) এবং ফরয রোযা ভঙ্গ করার কাফফারা সহ হজ্বের কোনো ওয়াজিব তরক হওয়ার কাফফারা ইত্যাদি।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1055
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাযা রোযা যেকোনো দিন আদায় করা যাবে না। তবে যেইদিন রাতে নিয়ত করা হবে, বিনা কারণে সেইদিনকে পরিত্যাগ করা যাবে না।