আমাদের বিবাহ প্রায় ৩ বছর। আমার স্ত্রী প্রায় ২ বছর যাবত তার বাবার বাড়ি আছে। সেখানে আমার যাতায়াত ছিল। আমি ভরণপোষণের টাকা দিয়ে যাচ্ছিলাম। ৯ মাস যাবত তার সাথে আমার সমস্যা হচ্ছে। এই সময়েও আমি ভরণপোষণের টাকা দিয়েছি। এই মাসে সে আমাকে জানায় যে সে আমার সাথে আর থাকবেনা, তাই আমি তাকে ডিসেম্বর মাসে কোন টাকা দেইনি। যেহেতু সে আমার সাথে থাকবেনা এবং সে তার বাবার বাড়ি আছে সেহেতু আমি যদি টাকা দেওয়া বন্ধ করে দেই তাহলে কি কোন পাপ হবে?