পিরিয়ড নিয়মিত না। সিস্টের সমস্যা আছে। ৩৫-৪০ বা তার বেশি দিন পরপর ও পিরিয়ড হয়। আবার ডিউরেশনটাও এক্সাক্ট না,কখনো ৯ দিন,কখনো ১০ দিনে শেষ হয়। এটা ধ্রুবক না, একেকবার একেকটা। কখনো বা হঠাৎ ৮ দিনেই শেষ।
মাঝেমধ্যে ইস্তিহাযা ও হত আগে,১০দিনের বেশি থাকত।
বিয়ের পর পিরিয়ড সাইকেল চেঞ্জ হয় অনেকের।বিয়ের পর প্রথম পিরিয়ড ৮ দিনেই শেষ হয়ে যায়।
স্বামীর সাথে থাকা হয় না,সেবার থাকার সুযোগ হয়েছিল,পিরিয়ড ৮ দিনে শেষ হয়, পিরিয়ড শুরু হওয়ার দশম দিবাগত রাতে মিলিত হয় স্বামীর সাথে।
মানে যদি ১০ দিন ১০ রাত পিরিয়ড থাকত,ঐরাতটা পিরিয়ডের অন্তর্ভুক্ত হত,পরেরদিন সকালে ফরজ গোসল দেওয়া লাগত।
তখন জানতাম না যে অভ্যাস যেকদিনের, তার আগে পিরিয়ড শেষ হলেও মিলিত হওয়া জায়েজ না।
প্রশ্ন:
১। আমার অভ্যাস হয় ৯দিন বা ১০দিনের ছিল,এখন এটা কি গুনাহ হয়েছে যে ৮ দিনে পিরিয়ড শেষ হওয়ার পর ১০ দিনেই মিলিত হয়েছি? নামায ও পড়েছি ৮ম দিনে শেষ হওয়ায়।
২। বিয়ের পর ২য় পিরিয়ড। মনে হচ্ছে আজ ৭ম দিনেই ভালো হয়ে গেছে,যদিও আরেকদিন অপেক্ষা করতেছি শিওর হতে।
সমস্যা হলো - উল্লেখ করেছি যে স্বামীর সাথে একসাথে থাকা হয় না,অনেকদিন পর স্বামী আসবে, পিরিয়ডের ১০ম দিন চলবে তখন
ততদিনে যদি পিরিয়ড একদম ক্লিয়ার হয়ে যায়
মিলিত হওয়া ও নামায পড়া কি জায়েজ হবে?
বিয়ের পর যেহেতু সাইকেল চেঞ্জ হউ,হতে পারে আমার অভ্যাস ৯/১০ দিন থেকে কম ৭/৮ দিনে চলে এসেছে
বি.দ্র. : আজ ৮ম দিনে পিরিয়ড শেষ হয়েছে, ফরজ গোসল করেছি
জানাটা খুবই জরুরি, আশা করি প্রশ্ন ক্লিয়ার করতে পেরেছি