আসসালামু আলাইকুম, আমার প্রথম বিবাহে আমার পূর্বের স্বামী একাধিকবার পরকীয়া করে ধরা পড়ে আমার কাছে। এর মধ্যে আমাকে সে ৩ তালাক দিয়ে, পরবর্তীতে লিখিত ফতোয়া এনে দেয় যে আমাদের নাকি বিয়েই হয়নি। এটা বলে সে আমাকে আবার বিয়ে করে এবং শুধুমাত্র আমাকে ভোগ করে। আমার কোনো প্রকার খরচ কিচ্ছু সে দেয় নি। পরবর্তীতে আমি আলেমদের শরণাপন্ন হয়ে জানতে পারি আমাদের তালাক হয়ে গেছে এবং পরবর্তীতে যেই বিয়ে সে করেছে সেটা হারাম ছিল।
আলহামদুলিল্লাহ আমার এখন বিয়ে হয়েছে, আমার বর্তমান স্বামী অনেক ভালো, পূর্বের সবকিছু জেনেই উনি বিয়ে করেছেন। কিন্তু আমি আমার আগের স্বামীর কথা কিছুতেই ভুলতে পারি না। এমন কোন রাত নেই যে আমি তাকে স্বপ্নে দেখি না, আমার হাজব্যান্ড ইন্টারকোর্সের সময় কাছে আসলেও আমার পূর্বের স্বামীর কথা সব মনে পরে যায়। আমি এখনো মানতে পারি না সে কিভাবে আমাকে ধোঁকা দিলো, পরকীয়া করলো, একটা বার আমার কথা ভাবলো না। আমি এখন কী করব? আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি দিন দিন। আমার প্রচুর হিংসা হয়, সে কেন ভালো আছে? আমি নিতে পারি না। আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। এখন আমি যতই আমার বর্তমান স্বামীর কাছে যেতে চাই, আমার আগের সব স্মৃতি মনে পড়ে যায়। আর এইসব কারণে আমার হাজব্যান্ড এর সাথে আমার সম্পর্ক নষ্ট হচ্ছে, কারণ সে কাছে আসলেই আমার অনেক খারাপ লাগে, আগের সংসারের কথা মনে পড়ে। আমি কী করব? কিভাবে এগুলো থেকে বের হবো? কুরআনে কি আমার জন্য কিছু আছে? যা আমাকে শান্তি দিবে! আমার মনে শান্তি নাই একটুও!