আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in সাওম (Fasting) by (60 points)
আসসালামু আলাইকুম, শাইখ

(১) নাকের ইনফেকশনের জন্য নাক দিয়ে ব্লাড আসে খুবই স্লাইড, একটু কান্নাল আসলেই সর্দিতে নাক ভরে যায়, চোখ মুখে পানি ভরে যায়। তাই নামাজে দাড়ালেও কত সময়ে তো কান্না আসে, মুনাজাতে রোজা অবস্থায় কান্না করলেই তো গালে ভরে যায়। এমতাবস্থায় রোজা নিয়ে নামাজের সেই গালভরা থুথু কিভাবে ফেলব? এটা কোনভাবেই কন্ট্রোল করা যায়না। আসেই। এই থুথু তো নামাজের মধ্যে ফেলার সিস্টেম নেই?

আর মোনাজাতে সর্দির সময়ে মুখের পানি গলার ভিতরে গিলে গেলে সমস্যা?  মানে বারবার তো ফেলাই যায়না।

(২)শীতকালে রোজা অবস্থা মুখে ঠোঁটে মেরিল/ অন্যকিছু মাখলে তো জিহবা ঠোঁটের স্পর্শ লাগে। তাহলেই কি সেগুলো গালের ভিতরে চলে যাওয়ার অন্তর্ভুক্ত হবে?

1 Answer

0 votes
by (741,060 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাযে মুখে থুথু আসলে সেই থুথু গিলে ফেললে নামায ফাসিদ হয় না। তবে গিলে ফেলা সম্ভব না হলে চাদর ইত্যাদি দ্বারা মুছে দেওয়া হবে বা বাম দিকে নিক্ষেপ করা হবে।

وفي کتاب المسجد لأبي نعیم ”من ابتلع ریقہ اعظاماً للمسجد ولم یمح اسما من أسماء اللہ تعالی ببزاقٍ کان من خیار عباد اللہ (عمدة القاري: ۴/۱۴۹) 
 عن أنس بن مالک أن النبي صلی اللہ علیہ وسلم رَأَی نُخَامَةً فِی الْقِبْلَةِ فَحَکَّہَا بِیَدِہِ، وَرُئِیَ مِنْہُ کَرَاہِیَةٌ -أَوْ رُئِیَ کَرَاہِیَتُہُ لِذَلِکَ وَشِدَّتُہُ عَلَیْہِ - وَقَالَ إِنَّ أَحَدَکُمْ إِذَا قَامَ فِی صَلاَتِہِ فَإِنَّمَا یُنَاجِی رَبَّہُ - أَوْ رَبُّہُ بَیْنَہُ وَبَیْنَ قِبْلَتِہِ - فَلاَ یَبْزُقَنَّ فِی قِبْلَتِہِ ، وَلَکِنْ عَنْ یَسَارِہِ أَوْ تَحْتَ قَدَمِہِ․ ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِہِ فَبَزَقَ فِیہِ ، وَرَدَّ بَعْضَہُ عَلَی بَعْضٍ ، قَالَ أَوْ یَفْعَلُ ہَکَذَا․ (بخاری شریف: ۱/۵۹)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি থুথুর সাথে রক্ত আসার সম্ভাবনা থাকে, তাহলে বামদিকে থুথু নিক্ষেপ করতে হবে। রক্ত গিলে ফেলা জায়েয হবে না।

(২) 
শীতকালে রোজা অবস্থা মুখে ঠোঁটে মেরিল/ অন্যকিছু মাখলে তো জিহবা ঠোঁটের স্পর্শ লাগে। এগুলো গালের ভিতরে চলে যাওয়ার দরুণ রোযাতে কোনো সমস্যা আসবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
জাঝাকাল্লাহু খইর ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ শাইখ।

শাইখ রোজা অবস্থায় নামাজে মুখভর্তি থুথু আসলে (কান্নার জন্য,  আল্লাহর ভয়ে/ কোন মন খারাপের কারনে) তাহলে সেই থুথু গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যাবেনা?

নাকের ভিতরে রক্তের মতন জমা হয়ে থাকে সেটা সামান্য একটু কান্না করলেই তো সেটা মুখে চলে আসে। এক্ষেত্রে এই রক্তের হুকুম কি! মনটা খারাপ থাকে এতে। খুব সামান্যই আসে সর্দি মিশ্রিত ব্লাড।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...