আসসালামু আলাইকুম, ২৭ জামাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি আমার বিয়ে হয়েছে,বিয়েতে স্বর্ণ পেয়েছি ৭ ভরি ৬ আনার মতো বা তার চেয়ে একটু কম,আমার কোনো রুপা নেই, কোনো জমানো টাকাও নেই।
আমি স্টুডেন্ট,আমি টিউশনি করাই প্রতি মাসে ৯০০০/৮০০০ টাকা আসে তা প্রতি মাসেই খরচ হয়ে যায়,অবশিষ্ট আর থাকে না।২৭ জামাদিউল আউয়ালে ১ বছর হবে, আমার কি যাকাত আদায় করতে হবে?